National News

নয়াদিল্লিতে বিজেপির প্রার্থী হচ্ছেন গম্ভীর? গৌতমের নয়া ইনিংস নিয়ে জল্পনা তুঙ্গে

বিজেপি সূত্রে খবর, নয়া দিল্লি কেন্দ্রে প্রার্থী হতে পারেন। গম্ভীরের বাড়ি দিল্লির রাজেন্দ্র নগরে, যা এই কেন্দ্রের মধ্যেই পড়ে।ফলে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৩:৪০
Share:

নিউ দিল্লি কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন গৌতম গম্ভীর, জল্পনা রাজনৈতিক মহলে। —ফাইল চিত্র

জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সেই জল্পনা আরও জোরদার। নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লিতে বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন ওপেনার, এমনই জল্পনা রাজনৈতিক মহলে। নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সাংসদ মীনাক্ষী লেখির জায়গায় তাঁকে প্রার্থী করার ইঙ্গিত মিলেছে বিজেপি সূত্রে। যদিও গম্ভীর বা বিজেপি শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেননি। জল্পনা সত্যি হলে কীর্তি আজাদ, নভজ্যোৎ সিংহ সিধু, মহম্মদ আজহারউদ্দিনের পথেই হাঁটবেন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক।

Advertisement

২০১৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। যদিও কংগ্রেসের অমরিন্দর সিংহের কাছে হারতে হয়েছিল জেটলিকে। কিন্তু তখন থেকেই জল্পনা শুরু হয়, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে, তা নিয়ে গত পাঁচ বছরে নানা জল্পনা চলেছে। এ বার লোকসভা ভোটের আগে ফের সেই জল্পনা জোরদার হয়েছে।

বিজেপি সূত্রে খবর, নয়া দিল্লি কেন্দ্রে প্রার্থী হতে পারেন। গম্ভীরের বাড়ি দিল্লির রাজেন্দ্র নগরে, যা এই কেন্দ্রের মধ্যেই পড়ে।ফলে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। সে ক্ষেত্রে গম্ভীর প্রার্থী হলে বর্তমান সাংসদ মীণাক্ষী লেখিকে দিল্লিরই অন্য কোনও কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

Advertisement

ভারতে সাধারণ নির্বাচনের ইতিহাস জানেন?

আরও পডু়ন: মোদীর ‘ঘরে’ই আজ কংগ্রেসের বৈঠক, এই প্রথম বক্তৃতা করবেন প্রিয়ঙ্কা!

‘পদ্মশ্রী’ গম্ভীর অবশ্য এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তাঁর ফেসবুক, টুইটারে এই জল্পনার সমর্থনে প্রচুর ইঙ্গিত রয়েছে। পুলওয়ামায় জঙ্গি হানার নিন্দা করে প্রচুর পোস্ট রয়েছে তাঁর টুইটারে। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার অভিযানের সমর্থনে রয়েছে একাধিক পোস্টে। এছাড়া আপ সরকারের সমালোচনা সংক্রান্ত পোস্টও তাঁর অ্যাকাউন্টে প্রচুর। এ থেকেই জল্পনা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন: স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে দিতে চেয়েছিলেন গাঁধীজি! ব্লগে দাবি মোদীর

২০১৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা আসনেই জয় পায় বিজেপি। এ বার ভোটের আগে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গিয়েছে। ফলে রাজধানীতে এ বার ত্রিমুখী লড়াই হচ্ছে। আগের বার লোকসভাতেও আলাদাই লড়েছিল দুই দল। কিন্তু এ বার পরিস্থিতি অনেকটাই কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে প্রার্থী হলে গম্ভীরের লড়াইটাও সহজ হবে না বলেই মত পর্যবেক্ষকদের।

দিল্লির সাতটি আসনে ভোটগ্রহণ ১২ মে। ফল ঘোষণা হবে সারা দেশের সঙ্গে ২৩ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement