ছবি: সংগৃহীত।
শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থেকেও সিপিএম, সিপিআইয়ের সমর্থন পেল না ফরওয়ার্ড ব্লক প্রার্থী। বাম শরিকরা বিজেপিকে ঠেকাতে কংগ্রেসকে ভোট দেওয়ার কথাই ইঙ্গিতে জানিয়ে দিলেন।
বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক (ফব)। ফ্রন্টের অন্য কোনও শরিক বরাক উপত্যকার কোনও আসনে প্রার্থী দেয়নি। শুধু ফবই প্রার্থী দিয়েছে। শিলচরে বদরুল ইসলাম বড়ভুইয়া ও করিমগঞ্জে অজয়কুমার সরকার তাদের প্রার্থী। আশা ছিল, ফ্রন্টের সব শরিকই তাদের হয়ে প্রচারে নামবে। একই আশা ছিল এসইউসিআই-রও। বরাক উপত্যকায় বিভিন্ন ইস্যুতে তাদের সঙ্গে আন্দোলন করেছে সিপিএম, সিপিআই।
কিন্তু প্রচার শেষের অন্তিম লগ্নে সিপিএম, সিপিআই এবং সিপিআই(এমএল) বিজেপিকে ঠেকাতে ‘শক্তিশালী ধর্মনিরপেক্ষ দল’কে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে। সিপিএমের কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র বলেন, ‘‘পাঁচ বছরে দেশে সাম্প্রদায়িকতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে এ বারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজেপি-বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’’ ঝেড়ে না কাশলেও বিবৃতিতে দলীয় সমর্থকদের কংগ্রেসকেই সব বিজেপি বিরোধী ভোট দেওয়ার আহ্বান তাদের। ফব বা এসইউসির পাশে কেন দাঁড়ালেন না? দুলালবাবুর জবাব, ‘‘এ বারের নির্বাচনে অসমে কোথাও ফ্রন্ট গঠন হয়নি। ফব আমাদের সঙ্গে আলোচনা করে প্রার্থীও দেয়নি, এসইউসি-ও না। পাশে দাঁড়ানোর দায়ও আমাদের নেই।’’