Narendra Modi

ওদের ইস্তাহার মিথ্যায় ভরা, দেশদ্রোহীদের সঙ্গে হাত মেলাচ্ছে কংগ্রেস? প্রশ্ন মোদীর

পাসিঘাটের সভায় মোদীর আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল কংগ্রেসই। কংগ্রেসের ইস্তাহারকে মিথ্যা এবং ভণ্ডামিতে ভরা বলে অভিযোগ করেছেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ১৪:১৩
Share:
অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় জনসভায় নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় জনসভায় নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

গত কালই নিজেদের ইস্তাহার সামনে আনার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে দেশকে পিছিয়ে দেওয়ার অভিযোগ এনেছিল কংগ্রেস। এক দিনের মধ্যেই পূর্বতম ভারতের অরুণাচল প্রদেশ থেকে কংগ্রেসের এই ইস্তাহারকে ভণ্ডামি আর মিথ্যায় ভরা বলে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। ক্ষমতার লোভে কংগ্রেস দেশদ্রোহীদের সঙ্গে হাত মেলাচ্ছে বলেও অরুণাচলের নির্বাচনী জনসভায় দাবি করেছেন মোদী।

Advertisement

গত কালই কংগ্রেস ন্যায় প্রকল্পের মাধ্যমে দেশের ২০ শতাংশ গরিবতম মানুষদের অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি, জিএসটিকে ‘গব্বর সিংহ ট্যাক্স’ বলে কটাক্ষ করার পাশাপাশি করব্যবস্থা ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। বলেছিলেন, মোদী জমানায় চালু হওয়া নীতি আয়োগ তুলে দিয়ে ফিরিয়ে আনা হবে যোজনা কমিশন।

কংগ্রেসের এই ইস্তাহারের জবাব দেওয়ার জন্য পূর্ব ভারতের অরুণাচলকেই বেছে নিলেন নরেন্দ্র মোদী। আগামী ১১ এপ্রিল প্রথম দফাতেই লোকসভা ভোট অরুণাচল প্রদেশে। একই সঙ্গে এবার বিধানসভা নির্বাচনও এখানে। পাসিঘাটের সভায় মোদীর আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল কংগ্রেসই। কংগ্রেসের ইস্তাহারকে মিথ্যা এবং ভণ্ডামিতে ভরা বলে অভিযোগ করেছেন মোদী। তাঁর কথায়, ‘‘এক দিকে এই চৌকিদার দেশকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে। অন্য দিকে ক্ষমতার লোভে কংগ্রেস কোথায় নেমে গিয়েছে!কংগ্রেসের হাত দেশবাসী নাকি দেশদ্রোহীদের সঙ্গে?’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

একই সঙ্গে উত্তরপূর্ব ভারতে দীর্ঘ দিনের অনুন্নয়নের জন্য আগের কংগ্রেসি সরকারগুলির দিকেওঅভিযোগের আঙুল তুলেছেন নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণ ভাবে এই সভায় তাঁর তোপ গাঁধী পরিবারের দিকে থাকলেও এক বারের জন্যও সরাসরি তাঁদের নাম নেননি নরেন্দ্র মোদী। শুরু থেকে শেষ পর্যন্ত এই পরিবারকে তিনি ‘নামদার’ বলে উল্লেখ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement