রায়বরেলীতে সনিয়ার বিরুদ্ধে লড়বেন দীনেশপ্রতাপ। ছবি: পিটিআই।
রায়বরেলীর ভূমিপুত্র কংগ্রেস ছেড়ে আসা নেতা দীনেশপ্রতাপ সিংহকে সনিয়ার গাঁধীর বিরুদ্ধে প্রার্থী করল বিজেপি। এর আগে অমেঠীতে রাহুল গাঁধীর বিপক্ষে স্মৃতি ইরানিকে প্রার্থী করেছে নরেন্দ্র মোদীর দল। কিন্তু মহারাষ্ট্রে শিবসেনার চাপে নতিস্বীকার করে মুম্বই উত্তর-পশ্চিমের প্রার্থী বদল করতে হল বিজেপিকে।
রায়বরেলীতে দীনেশপ্রতাপ আগে বিধান পরিষদের সদস্য ছিলেন। মুখে তিনি বলছেন, এই প্রথম কংগ্রেস থেকে আসা কোনও নেতার বিরুদ্ধে টক্কর হবে সনিয়ার। কিন্তু কংগ্রেসের মতে, যিনি বিধায়ক ভোটও আজ পর্যন্ত জেতেননি, তিনি আবার সনিয়া গাঁধীকে কী টক্কর দেবেন?
এ দিকে মুম্বইয়ের আসনে বিজেপির কিরীট সোমাইয়াকে প্রার্থী করলে নিজেদের প্রার্থী দেওয়ার হুমকি দিয়েছিল শিবসেনা। কারণ, সোমাইয়া শিবসেনার কট্টর সমালোচক। শরিকের চাপে নতিস্বীকার করে বিজেপি প্রার্থী বদল করল। ওই কেন্দ্রে কিরীটের বদলে প্রার্থী হচ্ছেন মনোজ কোটাক। আজ়মগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিপরীতে ভোজপুরি অভিনেতা ও গায়ক দীনেশলাল যাদবকে প্রার্থী করা হয়েছে। মইনপুরিতে অখিলেশের বাবা মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন প্রেম সিংহ শাক্য।