উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেনা’। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ভিতরকণিকা এবং ধামারার উপর দিয়ে বয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘ডেনা’। সমুদ্রে ঘূর্ণিঝড়ের গতি আরও বৃদ্ধি পেয়েছে। গত ছ'ঘন্টায় ঘূর্ণিঝড় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়েছে। ধামারা থেকে আর মাত্র ১০ কিমি দূরে রয়েছে ঘূর্ণঝড়। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি রয়েছে ১২০ কিলোমিটার। পশ্চিম দিকে সরে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে
দিঘার সৈকতে বাড়ছে জলস্তর। গার্ডওয়াল ছাপিয়ে জল উঠে আসছে রাস্তায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। দফায় দফায় চলছে বৃষ্টিপাত।
আবহাওয়া দফতরের রাত দেড়টার বুলেটিন অনুযায়ী, পারাদীপ থেকে আর মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ‘ডেনা’। ওড়িশার ধামারা থেকে ৩০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়।
কলকাতার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করছে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। ঝড়ের সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার।
মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে দিঘায়। সঙ্গে বইছে দমকা হাওয়া। তুলনায় শান্ত রয়েছে সুমদ্র।
ঘূর্ণিঝড় ‘ডেনা’র ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। সমুদ্রে ঘূর্ণিঝড়ের গতি আরও বৃদ্ধি পেয়েছে। গত ছ'ঘন্টায় ঘূর্ণিঝড় ১৫ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়েছে।
স্থলভাগে ঢুকে পড়েছে ঘুর্ণঝড় ‘ডেনা’। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে শুক্রবার সকাল পর্যন্ত। রাত সাড়ে ১১টার বুলেটিন অনুযায়ী, পারাদীপ থেকে আর মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ‘ডেনা’। ওড়িশার ধামারা থেকে ৪০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়।
পারাদীপ থেকে আর ৫০ কিমি দূরে রয়েছে ‘ডেনা’। ওড়িশার ধামারা থেকে ৬০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়।
দূরত্ব আরও কমল ‘ডেনা’র। ওড়িশার ধামারা থেকে ৮০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়।
পারাদীপ থেকে আর ৬০ কিমি দূরে রয়েছে ‘ডেনা’। প্রতি ঘণ্টায় বুলেটিন প্রকাশ করছে হাওয়া অফিস।
ধামারা থেকে আর ৯০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্বে রয়েছে ‘ডেনা’। এটিই সম্ভাব্য ‘ল্যান্ডফলের’ স্থান। সাগরদ্বীপ থেকে এখনও ১৯০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়।
পারাদীপ থেকে আর মাত্র ৭০ কিলোমিটার দূরে রয়েছে ‘ডেনা’। ক্রমশ তা উপকূলের দিকে এগোচ্ছে।
পারাদীপ থেকে আর ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে ‘ডেনা’। শক্তি এবং গতি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ধামারা থেকে তার দূরত্ব ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব। বাংলার সাগরদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে রয়েছে ‘ডেনা’।
‘ডেনা’ এগোচ্ছে। ঝড় চলছে সমুদ্রে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে সমুদ্রে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে নবান্নেই থেকে যাচ্ছেন। সেখানকার কন্ট্রোল রুম থেকে পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।
পারাদীপ এবং গোপালপুর রাডারের আওতায় চলে এসেছে ঘূর্ণিঝড় ‘ডেনা’। সেখান থেকে ঝড়ের গতিবিধি পরিমাপ এবং পর্যালোচনা করা হচ্ছে।
পারাদীপ থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে ‘ডেনা’। ধামারা থেকে তার দূরত্ব আর মাত্র ১১০ কিলোমিটার।
হাওয়া অফিস জানিয়েছে, পারাদীপ থেকে ১০০ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে রয়েছে ‘ডেনা’।