খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে পশুরাজ। ছবি: টুইটার।
কেউ নিজস্বী তুলছিলেন, কেউ আবার পশুরাজের রাজকীয় হাঁটার ভিডিয়ো করছিলেন। খাঁচায় বন্দি থাকা পশুরাজকে দেখে তখন উল্লাসে ফেটে পড়ছিলেন পর্যটকরা। তাকে নিয়ে এত হইচই বোধহয় খুব একটা পছন্দ হয়নি পশুরাজের।
নিজের পরিসরের মধ্যে হেঁটেচলে বেড়াচ্ছিল সে। কখনও পর্যটকদের খুব আসছিল, কখনও আবার দূরে সরে যাচ্ছিল। কাছে আসতেই সবাই পশুরাজকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছিল। পর্যটকদের এই বাড়বাড়ন্ত খুব একটা ‘পছন্দ’ হয়নি পশুরাজের। সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, হঠাৎই পর্যটকদের কাছে এসে তাঁদের লক্ষ্য করে প্রস্রাব করে দেয় সে।
পশুরাজ যে এমনটা করতে পারে, সেটা কারও ধারণাতেই ছিল না। ফলে আচমকা এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। সেই সঙ্গে পর্যটকদের মধ্যে হাসির রোল ওঠে। ঘটনাটি ত্রিপুরার সিপাহিজালা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রের বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।