Leopard

Leopard: টুঁটি কামড়ে ধরে চিতাবাঘ! সর্বশক্তি প্রয়োগ করে বাঁচতে চাইছে গরু, তার পর কী হল?

বন আধিকারিক সাকেত বাদোলা এই ভিডিয়োটি শেয়ার করেছেন। কিন্তু কোথায় এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে তা এখনও জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১৬:৪৫
Share:

একটি চিতাবাঘ প্রমাণ মাপের একটি গরুর টুঁটি কামড়ে আছে। প্রতীকী ছবি।

ডারউইন বলেছেন, যোগ্যতমের উদ্‌বর্তন। অধুনা নেটমাধ্যমে তোলপাড় ফেলা ভিডিয়ো যেন সেই কথারই ‘অডিও-ভিজুয়াল’ পরিবেশনা।

Advertisement

স্বাধীনতা দিবসের দিন পেশায় বন আধিকারিক সাকেত বাদোলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ প্রমাণ মাপের একটি গরুর টুঁটি কামড়ে আছে। দু’টি প্রাণীর মাঝে একটি লোহার ব‌্যারিকেড। গরুটি প্রাণপণ চেষ্টা করছে চিতাবাঘটিকে ঝেড়ে ফেলতে। কিন্তু বেকায়দায় পড়েও প্রবল শক্তিতে গরুর টুঁটি কামড়ে রয়েছে চিতাবাঘটি।

অনেক ক্ষণ পর্যন্ত গরুটি মরিয়া হয়ে নিজেকে কামড় থেকে ছাড়ানোর চেষ্টা করে যায় এবং এক সময় হাল ছেড়ে দেয়। মুহূর্তে লোহার ব‌্যারিকেডের তলা দিয়ে গরুটিকে নিয়ে উধাও হয়ে যায় চিতাবাঘটি।

Advertisement

এই ভিডিয়ো দেখে হতবাক সকলেই। তবে ঘটনাটি কোথাকার, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement