৩৭০ শুনানির আগে ‘গেম অব থ্রোনস’!

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের বৈধতার প্রশ্নে একগুচ্ছ আবেদন নিয়ে আজ শুনানি হয় এন ভি রমনের নেতৃধাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০৩:০৭
Share:

ফাইল চিত্র।

বিপুল মামলা ঝুলে। শীর্ষ আদালতের সময় তাই মহার্ঘ বললেও কম বলা হয়। তারই আধ ঘণ্টার বেশি আজ জলে গেল চেয়ার নিয়ে আইনজীবীদের কাড়াকাড়িতে! সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের বৈধতার প্রশ্নে একগুচ্ছ আবেদন নিয়ে আজ শুনানি হয় এন ভি রমনের নেতৃধাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে। ভিড়ে ঠাসা এজলাসে আইনজীবীরা কে কোথায় বসবেন, তা নিয়ে বাধে গোল। আইনজীবী এম এল শর্মা নিজেও আবেদনকারী। তাঁর আচরণে অন্য আইনজীবীরা বিরক্ত হন। সময় নষ্ট হচ্ছে দেখে প্রবীণ আইনজীবী রাজীব ধবন মন্তব্য করেন, ‘‘গেম অব থ্রোনস (সিংহাসনের লড়াই নিয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ) যেন গেম অব চেয়ারস-এ পরিণত হয়েছে।’’ পরে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালও বলেন, ‘‘সত্যিই এটা ‘গেম অব থ্রোনস’ হয়ে উঠেছে।’’

Advertisement

শেষে বিচারপতিরা কয়েক জন আইনজীবীকে সরে দাঁড়াতে রাজি করান। যাতে প্রথমে যাঁরা সওয়াল করবেন, তাঁরা সামনে আসতে পারেন। অবশেষে শুরু হয় শুনানি। তখন দেখা যায় মামলার নথি ঠিকঠাক সাজানো নেই। এ দিন প্রথম সওয়াল করেন শাহ ফয়জ়লের আইনজীবী রাজু রামচন্দ্রন। তিনি কী কী বিষয়ে সওয়াল করবেন তার রূপরেখা দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement