Lawyer stabbed to Death

বাবার সম্পত্তি কে পাবেন? দুই আইনজীবী-পুত্রের বিবাদ! তার জেরে দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের

পুলিশ জানিয়েছে, শ্রীকান্ত এবং নগেন্দ্রের বাবা থিম্মাপ্পা চাষের জমিকে বাসের জায়গা করে তুলেছিলেন। ৬৫টি বাড়ি বানিয়েছিলেন সেখানে। দু’বছর আগে থিম্মাপ্পার মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৬:৩৩
Share:
দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের।

দাদাকে কুপিয়ে খুন ভাইয়ের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। দু’জনেই পেশায় আইনজীবী। এই বিবাদের জেরেই দাদা শ্রীকান্তের বাড়িতে গিয়ে কুপিয়ে খুন করলেন ভাই। বেঙ্গালুরুর ঘটনা। ছোট ভাই নগেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, শ্রীকান্ত এবং নগেন্দ্রের বাবা থিম্মাপ্পা চাষের জমিকে বাসের জায়গা করে তুলেছিলেন। ৬৫টি বাড়ি বানিয়েছিলেন সেখানে। দু’বছর আগে থিম্মাপ্পার মৃত্যু হয়। অভিযোগ, সেই থেকে ওই জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ চলছে। জমির মালিক কে হবেন, তা নিয়েই ঝামেলা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দাদা শ্রীকান্তের বাড়িতে গিয়েছিলেন নগেন্দ্র। সেখানে গিয়ে তাঁদের মধ্যে আর একপ্রস্ত ঝামেলা হয়। অভিযোগ, ঝামেলার মাঝেই রান্নাঘর থেকে সব্জি কাটার ছুরি নিয়ে আসেন নগেন্দ্র। তার পরে দাদার বুকে বার বার বিঁধিয়ে দেন সেই ছুরি। শ্রীকান্তের স্ত্রী এবং পাঁচ বছরের সন্তানও তখন বাড়িতে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোরে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নগেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement