আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বেড়ে দাঁড়াল ৭ সেপ্টেম্বর

আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল ভারত সরকার। আগে ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা ধার্য করা হলেও এ বার আরও একটি সপ্তাহ বাড়ানো হল আয়কর রিটার্ন দাখিলের জন্য। বুধবার টুইট করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০২:২২
Share:

আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল ভারত সরকার। আগে ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা ধার্য করা হলেও এ বার আরও একটি সপ্তাহ বাড়ানো হল আয়কর রিটার্ন দাখিলের জন্য। বুধবার টুইট করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
এ বছর এমনিতেই তুলনামূলক ভাবে দেরিতে প্রকাশিত হয়েছে আয়কর রিটার্ন দাখিলের ফর্ম। দেরিতে প্রকাশিত হওয়ায় বাড়ানো হয়েছিল রিটার্ন দাখিলের শেষ তারিখও। অন্যান্য বার ব্যক্তিগত আয়করদাতাদের রিটার্ন দাখিল করতে হত ৩১ জুলাইয়ের মধ্যে। সে জায়গায় এ বার তাঁদের তা করার কথা ছিল ৩১ অগস্টের মধ্যে। শেষ পর্যন্ত পাওয়া গেল আরও একটি সপ্তাহ। মেয়াদ বেড়ে দাঁড়াল ৭ সেপ্টেম্বর।
এর আগে গুজরাতের অবস্থা পটেল সম্প্রদায়ের বিক্ষোভে স্থিতিশীল না থাকায় সরকার সিদ্ধান্ত নেয়, সেখানে আয়কর রিটার্নের মেয়াদ বাড়িয়ে নিয়ে যাওয়া হবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে, এ বার সারা দেশের ক্ষেত্রেই এই সময়সীমা ধার্য করা হয়েছে।
২০১৫-১৬ অর্থবর্ষের জন্য এ বার আয়কর দফতর তুলনামূলক ভাবে কম জটিল ফর্ম তুলে দিয়েছে আয়করদাতাদের হাতে। প্রস্তাবিত ১৪ পাতার জটিল ফর্মের জায়গায় এ বার আয়কর রিটার্ন দাখিল করতে হয়েছে অনেকটাই সরল ফর্মের মাধ্যমে।

Advertisement

চলতি অর্থবর্ষে প্রত্যক্ষ করের মাধ্যমে ৭.৯৮ কোটি টাকা আদায় হতে পারে বলেই মনে করছে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement