প্রতীকী ছবি।
রঙের উৎসবের সময়েও রক্তপাত থামল না কাশ্মীরে। নিয়ন্ত্রণরেখার কাছে বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে।
অন্য দিকে পাক হামলায় আহত হয়েছেন দুই সেনা। পাকিস্তানের পাল্টা দাবি, ভারতের হামলায় পাক-অধিকৃত কাশ্মীরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মহিলা।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ বান্দিপোরার সুকুর দিন মোহল্লায় তল্লাশি শুরু করে সেনা ও পুলিশ। জঙ্গিরা জওয়ানদের লক্ষ করে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। তাতে এক জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই পাকিস্তানি জঙ্গি লস্কর ই তইবার সদস্য।
অন্য দিকে আজ পুঞ্চের মানকোট সেক্টরে গোলাবর্ষণ চালায় পাকিস্তান। তাতে তারসম সিংহ ও সন্দীপ রাই নামে দুই জওয়ান আহত হন। তাঁদের উধমপুরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু আজ ভারতের হামলা নিয়ে প্রতিবাদ জানাতে ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিংহকে ডেকে পাঠায় পাক বিদেশ মন্ত্রক। তাদের দাবি, আজ কোটলি ও চিরিকোট সেক্টরে হামলা চালায় ভারতীয় বাহিনী। তাতে মহম্মদ নাজির নামে বছর সত্তরের এক বৃদ্ধ নিহত হন। আহত হন শামিম আখতার নামে এক মহিলা।