মাঝখানে সরছে মহিলা কামরা

মহিলা কামরাকে এ বার ট্রেনের মাঝখানে আনার ভাবনা চলছে বলে রেল দফতর সূত্রের খবর।

Advertisement

ফিরোজ ইসলাম

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৮ ০৪:৪৮
Share:

প্রতীকী ছবি।

লোকাল হোক বা মেল-এক্সপ্রেস, সব ধরনের ট্রেনেই মহিলা কামরা থাকে দু’প্রান্তে। মহিলাদের সুরক্ষা বাড়াতে সেই সব কামরার অবস্থান বদলাচ্ছে রেল। মহিলা কামরাকে এ বার ট্রেনের মাঝখানে আনার ভাবনা চলছে বলে রেল দফতর সূত্রের খবর।

Advertisement

রেলে মহিলা যাত্রীদের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা কমিটি এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রেলের বিভিন্ন ডিভিশনের মত জানতে চাওয়া হচ্ছে। মহিলা কামরার জানলায় বিশেষ ধরনের তারের জাল লাগানো এবং সিসি ক্যামেরা বসানোর কথাও ভাবা হয়েছে।

এক রেলকর্তা জানান, এখন মহিলা কামরা এমন জায়গায় আছে যে, অনেক স্টেশনে ট্রেন ঢোকার পরে দেখা যায়, প্ল্যাটফর্মের সেই এলাকায় তেমন আলো নেই। ফলে অনেক সময় ভয় থেকেই মহিলারা ওই কামরা এড়িয়ে চলছেন। তা ছাড়া ট্রেন ধরার সময় ওই কামরায় পৌঁছতে মহিলাদের প্ল্যাটফর্মে দীর্ঘ পথ হাঁটতে হয়। সব প্ল্যাটফর্মে অতটা হাঁটা নিরাপদ না-ও হতে পারে। উত্তর ও পশ্চিম ভারতে জানলা দিয়ে এক শ্রেণির পুরুষ যাত্রীর ট্রেনে ঢোকার প্রবণতা রয়েছে। ওই সব সমস্যা দূর করতেই এই নতুন পরিকল্পনা।

Advertisement

কেন্দ্রের ‘নির্ভয়া’ তহবিলের টাকায় বেশ কিছু জায়গায় লোকাল ট্রেনের মহিলা কামরায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব ট্রেনেই মহিলা কামরায় সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে রেলের। মহিলা কামরাকে চিহ্নিত করার জন্য বিশেষ রং করার কথাও ভাবা হয়েছে। কোন রং লাগানো হবে, সেই সিদ্ধান্ত হয়নি।

মহিলা কামরার যাত্রীদের সুরক্ষায় কর্মী-বিন্যাসেও বদল আনার কথা ভাবছে রেল। টিকিট পরীক্ষার দায়িত্বে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আনতে চায় তারা। কামরার সুরক্ষায় রেলরক্ষী বাহিনীর পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলা কর্মীদেরও নিয়োগ করার পরিকল্পনা আছে। রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি দ্রুত এই সব নতুন পরিকল্পনা রূপায়ণে বিশেষ ভাবে আগ্রহী বলে রেলের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement