যখনই দেশের ধনী পরিবারের নাম করা হয়, সবার আগে মাথায় আসে অম্বানী পরিবারের নাম। মুকেশ অম্বানী এবং তাঁর অ্যান্টিলিয়ার কথা আমরা বহু শুনেছি। কিন্তু তাঁর ভাই, অনিল অম্বানীর বাড়িও কিন্তু বৈভবে কিছু কম যায় না। দেখে নেওয়া যাক অনিলের সেই বাড়ির অন্দরমহল।
রিলায়্যান্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল অম্বানীর এই প্রাসাদ ১৭ তলার।
অনিলের বাংলো মুম্বইয়ের পালি হিলে অবস্থিত 'দ্য সি উইন্ড' ভারতের সবচেয়ে দামি বাড়িগুলির মধ্যে অন্যতম। প্রতীকী চিত্র।
১৬ হাজার বর্গফুট জুড়ে অবস্থিত, ৬৬ মিটার (২১৬ ফুট) উঁচু এই প্রাসাদের দাম প্রায় ৫ হাজার কোটি টাকা।
অনিল অম্বানী এবং তাঁর স্ত্রী টিনা অম্বানীর পেইন্টিংয়ের শখের কথা অনেকেই জানেন। তাঁদের এই প্রাসাদে রয়েছে বহু নামী শিল্পীর একাধিক দুর্লভ পেইন্টিং। প্রতীকী চিত্র।
তাঁদের এই বাংলোয় রয়েছে একটি বিশাল সুইমিংপুলও।
ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনিলের বাড়ির ঘরগুলিতে বিশেষ আলোর ব্যবস্থা রয়েছে। বসার ঘরগুলিতে রয়েছে একেবারে আলাদা ধরনের বিশেষ লাইটিং। প্রতীকী চিত্র।
ইন্টিরিয়র ডিজাইনিং থেকে শুরু করে ঘরগুলিতে রঙের নির্বাচনও চোখে পড়ার মতো। শুধু ডাইনিং হলটিই টেক্কা দিতে পারে যে কোনও হোটেলকে। প্রতীকী চিত্র।
'দ্য সি উইন্ড'-কে ১৫০ মিটার বানাতে চেয়েছিলেন অনিল। কিন্তু কর্তৃপক্ষ সে দাবি না মানায় তা কমিয়ে ৬৬ মিটার (২১৬ ফুট) করা হয়েছে।
বর্তমানে ১৭ তলার এই বাড়িতে থাকেন অনিল, তাঁর মা, স্ত্রী টিনা এবং তাঁদের দুই সন্তান। সঙ্গে রয়েছেন প্রচুর কর্মচারী। প্রতীকী চিত্র।
প্রায় ১৬ হাজার বর্গফুট জুড়ে অবস্থিত এই বিরাট অট্টালিকার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।