Emergency landing

বৃষ্টির জেরে জরুরি অবতরণ কেন্দ্রীয় মন্ত্রীর কপ্টারের

সেনাবাহিনীর বিশেষ কপ্টারে গুয়াহাটি থেকে অরুণাচলের জিরো যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে স্থানীয় এক উত্সবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কপ্টার চালাচ্ছিলেন বিএসএফের পাইলটরা। প্রায় ১০ মিনিট ধরে ওড়ার পর একটি ছোট মাঠে চপারটি অবতরণ করার সিদ্ধান্ত নেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২১:৩৯
Share:

কপ্টার বিভ্রাটের পর কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজু। ছবি: পিটিআই।

বিমান বিভ্রাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে জন্য অরুণাচলের ইটানগরের একটি মাঠে জরুরি অবতরণ করা হয় কেন্দ্রীয় মন্ত্রীর হেলিকপ্টার। তীব্র বৃষ্টির কারণে ভয়ঙ্কর কমে যায় দৃশ্যমানতা। তাই কপ্টারটির জরুরি অবতরণ করানো হয় বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

Advertisement

এ দিন দুপুরে সেনাবাহিনীর বিশেষ কপ্টারে গুয়াহাটি থেকে অরুণাচলের জিরো যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে স্থানীয় এক উত্সবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কপ্টার চালাচ্ছিলেন বিএসএফের পাইলটরা। প্রায় ১০ মিনিট ধরে ওড়ার পর একটি ছোট মাঠে চপারটি অবতরণ করার সিদ্ধান্ত নেন তাঁরা।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গণধর্ষণ করল তারই সহপাঠীরা

Advertisement

হেলিকপ্টারের অবতরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটানগরের পুলিশ সুপার। পরে রিজিজু বলেন, ‘‘আমার দারুণ সৌভাগ্য যে, নিরাপদে নামতে পেরেছি। বিএসএফের পাইলটরা দারুণ অভিজ্ঞতাসম্পন্ন। ওঁদের ধন্যবাদ দিচ্ছি।’’ বিমানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা সাত সহযাত্রী, এমআই-১৭ হেলিকপ্টারের কর্মীরা, সকলেই সুরক্ষিত আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement