Kahlistani Flag

Himachal Pradesh: হিমাচলে বিধানসভার গেটে খলিস্তানি পতাকা! ‘সাহস থাকলে সকালে আয়’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

কয়েক দিন আগে হরিয়ানার এর টোলপ্লাজা থেকে চার সন্দেহভাজন খলিস্তান জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দেশের নানা প্রান্তে আইইডি সরবরাহের কাজ করত ধৃতরা। শুধু তাই নয়, পাকিস্তানেও তাদের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৫:৩৭
Share:

হিমাচলপ্রদেশের বিধানসভার গেটে খলিস্তানি পতাকা!

দিন কয়েক আগেই হরিয়ানার এক টোলপ্লাজা থেকে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক-সহ চার সন্দেহভাজন খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার হিমাচল প্রদেশের বিধানসভার গেটে ঝুলতে দেখা গেল খলিস্তানি পতাকা। যা নিয়ে রবিবার সকাল থেকেই সরগরম ধর্মশালা।

রবিবার ভোরে বিধানসভার গেটে বেশ কয়েকটি খলিস্তানি পতাকা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, খলিস্তানকে সমর্থন করে বিধানসভা পাঁচিলেও স্লোগান লিখে রাখতে দেখা গিয়েছে। কারা এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

বিধানসভায় খলিস্তানি পতাকা দেখে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এই ঘটনার নিন্দা করে তাঁর হুঙ্কার, “যদি সাহস থাকে তা হলে দিনের বেলায় এ সব কাজ করে দেখা! রাতের অন্ধকারে কেন?”

টুইটারে তিনি লেখেন, ‘এটা কাপুরুষোচিত কাজ। এই ঘটনার তীব্র নিন্দা করছি। ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত খুঁজে বার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভা এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা আরও আঁটসাঁট করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

এক সূত্রের দাবি, গত ২৬ এপ্রিল গোয়েন্দারা সতর্ক করেছিলেন এ ধরনের কোনও ঘটনা ঘটতে পারে।

কয়েক দিন আগে হরিয়ানার এর টোলপ্লাজা থেকে চার সন্দেহভাজন খলিস্তান জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দেশের নানা প্রান্তে আইইডি সরবরাহের কাজ করত ধৃতরা। শুধু তাই নয়, পাকিস্তানেও তাদের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement