Gold

দুবাই থেকে ফিরতেই শুল্ক চেয়েছিল দফতর, বিমানবন্দরেই ছুড়ে ছুড়ে ১২ ভরির গয়না ফেললেন মহিলা

শেষ পর্যন্ত শুল্ক দফতরের কর্মীদের কাছে ভেঙে পড়েন ওই মহিলা। শুল্কছাড়ের জন্য অনেক কাকুতি মিনতি করেন তিনি। শুল্ক দফতরের কর্মীরা মানেননি। সেই গয়না বাজেয়াপ্ত করে নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:২৫
Share:
image of gold

সোনার গয়না ছুড়ে ফেললেন মহিলা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যাগে গয়না নিয়ে দুবাই থেকে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে নেমেছিলেন মহিলা। সেই গয়না বাবদ আমদানি শুল্ক চেয়েছিলেন শুল্ক দফতরের কর্মীরা। তাতেই বাধল গোল। রবিবার সাতসকালে বিমানবন্দরে রীতিমতো হইচই কাণ্ড। আমদানি শুল্ক দিতে অস্বীকার করেন মহিলা। তাঁর দাবি, সেগুলি তাঁর নিজের গয়না। দেশ থেকেই নিয়ে গিয়েছিলেন। এ দিকে শুল্ক দফতরের কর্মীরাও নাছোড়। ঝামেলার জেরে শেষ পর্যন্ত ব্যাগ থেকে গয়না বার করে বিমানবন্দরে ছুড়ে ছুড়ে ফেলে দেন ওই মহিলা। তাতেও যদিও চিঁড়ে ভেজেনি। সেই গয়না বাজেয়াপ্তই করেছে শুল্ক দফতর।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, মধ্যবয়সী ওই মহিলা কোল্লামের বাসিন্দা। রবিবার সকালে তিরুঅনন্তপুরমের বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সঙ্গে ছিল প্রায় ১২০ গ্রাম (১২ ভরি) গয়না। যার দাম এখন প্রায় ১২ লক্ষ টাকা। শুল্ক দফতরের কর্মীরা ওই গয়নার উপর ৩৬ শতাংশ শুল্ক দিতে বলেন তাঁকে। তিনি অস্বীকার করেন।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর দাবি, গয়নাগুলি তিনি এ দেশ থেকেই নিয়ে গিয়েছিলেন। সবই তাঁর নিজস্ব। দুবাইয়ে গিয়ে সেগুলি পরেছিলেন। ‘দেশ থেকে নিয়ে যাওয়া’ সেই গয়নার জন্য আমদানি শুল্ক দিতে তিনি অস্বীকার করেন। মহিলা যে ওই গয়নাগুলি দেশেই কিনেছিলেন, তার রসিদ দেখাতে বলেন শুল্ক দফতরের কর্মীরা। অভিযোগ, মহিলা সেই রসিদ বা কোনও নথি দেখাতে পারেননি। শুল্ক দফতরের কর্মীরা মহিলাকে জানান, তিনি যদি বিদেশে ছ’মাসের বেশি থাকতেন, তা হলে শুল্কে ছাড় দেওয়া হত। যেহেতু তিনি বিদেশে ছ’মাসের কম সময় থেকেছেন, তাই তাঁকে দু’লক্ষ টাকা শুল্ক দিতেই হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পরেই ওই মহিলা শুল্ক দফতরের কর্মীদের সামনে ছুড়ে ছুড়ে নিজের গয়না ফেলে দেন। ঘটনাস্থল ঘেরাও করে দাঁড়িয়ে পড়েন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীরা।

Advertisement

যদিও শেষ পর্যন্ত শুল্ক দফতরের কর্মীদের কাছে ভেঙে পড়েন ওই মহিলা। শুল্কছাড়ের জন্য অনেক কাকুতি মিনতি করেন তিনি। শুল্ক দফতরের কর্মীরা মানেননি। সেই গয়না বাজেয়াপ্ত করে নেন। তবে তাঁরা আশ্বাস দেন যে, আবার যদি ওই মহিলা বিদেশে যান, তা হলে তখন তাঁকে ওই গয়না দিয়ে দেওয়া হবে। মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে কি না, তা জানায়নি শুল্ক দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement