kerala

ডি লিট-বিতর্কে বিবৃতি উপাচার্যের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ০৭:২৪
Share:

কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি পি মহাদেবন পিল্লাই। ছবি সংগৃহীত।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য সাম্মানিক ডি লিট-এর সুপারিশ ঘিরে চলতি বিতর্কে এ বার প্রকাশ্যে মুখ খুললেন কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি পি মহাদেবন পিল্লাই। রাষ্ট্রপতি কোবিন্দকে ডি লিট দেওয়ার জন্য রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরিফ মহম্মদ খান সুপারিশ করেছিলেন এবং রাজ্য সরকারের পরামর্শে উপাচার্য তা খারিজ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল, সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক শিবির। তার প্রেক্ষিতেই শুরু হয়েছে বিতর্ক। উপাচার্য পিল্লাই অবশ্য মঙ্গলবার যে বিবৃতি দিয়েছেন, তাতে সরাসরি সেই অভিযোগ বা বিতর্কের কোনও জবাব নেই। মালয়ালমে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জীবনের ব্যাকরণ এবং বানান যাতে ভুল না হয়, সেই ব্যাপারে আমি সতর্ক। মন সন্ত্রস্ত থাকলে হাত কাঁপতেই পারে এবং তাকে আমি একেবারেই ত্রুটি বলে মনে করি না!’’ এই বিষয়ে তিনি আর কোনও প্রতিক্রিয়া দেবেন না বলেও জানিয়েছেন পিল্লাই। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কয়েক জন্য সদস্যের আপত্তিতে ডি লিটের সুপারিশ মানা যায়নি, এই মর্মে রাজ্যপালকে লেখা উপাচার্যের একটি চিঠির কথা কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছিল। তার পরে রাজ্যপাল আরিফ কটাক্ষ করেছিলেন, এই উপাচার্য পাঁচটা বাক্যও শুদ্ধ (ইংরেজিতে) করে লিখতে পারেন না! তিনি যা বলেছেন এবং লিখেছেন, তাতে কেরলের বাইরে রাজ্যপালের পক্ষে মুখ দেখানো দুষ্কর হয়ে পড়েছে। পিল্লাইয়ের এ দিনের বিবৃতি ওই মন্তব্যেরই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement