—ফাইল চিত্র।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তির দেশবিদেশের প্রায় ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় ব্রিটেনে কার্তির বাংলো এবং ও স্পেনে টেনিস কোর্টও রয়েছে। দিল্লির জোড়বাগে তাঁর মা নলিনী চিদম্বরমের সঙ্গে যৌথ সম্পত্তিও বাজেয়াপ্ত করা রয়েছে।
ইডি এ দিন কালো টাকা প্রতিরোধী আইনে শর্তসাপেক্ষে কার্তির বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্তর সিদ্ধান্ত নেয়। তালিকায় আছে, ব্রিটেনের সমারসেটে ৮ কোটি ৬৭ লক্ষ টাকার বাংলো বাড়ি, স্পেনের বার্সিলোনায় ১৪ কোটি ৫৭ লক্ষ টাকার একটি টেনিস ক্লাব, দিল্লির জোড়বাগ এলাকার ১৬ লক্ষ টাকার একটি ফ্ল্যাট। এটির ৫০ শতাংশ তাঁর মা নলিনী চিদম্বরমের নামে। উটিতে ৫০ লক্ষ টাকা ও ৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের দু’টি বাংলো এবং সে রাজ্যের কোদাইকানালে ২৫ লক্ষ টাকা মূল্যের কৃষিজমিও বাজেয়াপ্ত করা হয়েছে। কার্তির সঙ্গে জুড়ে থাকা সংস্থা এসসিপিএল-এর ৯০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারী সংস্থার এই সিদ্ধান্তের পরেই টুইট করে ক্ষোভ জানান কার্তি।
কার্তির বিরুদ্ধে সিবিআই ও ইডির অভিযোগ, পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সংস্থা আইএনএক্স মিডিয়ার ৩০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগের সরকারি ছাড়পত্র পাওয়ায় সাহায্য করেছেন তিনি। তাঁর বাবা অর্থমন্ত্রী থাকাকালীন ঘুষের বিনিময়ে তিনি এ কাজ করেছিলেন।