সোমশেখর রেড্ডি।
কেউ হুমকি দিচ্ছেন সংখ্যালঘুদের দেশছাড়া করার। কেউ বলছেন, এমআইএম সাংসদ আসাদুদ্দিনের দাড়ি কামিয়ে উল্টো ঝোলাবেন!
কর্নাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি বেল্লারীতে সিএএ-র পক্ষে এক মিছিলে বলেন, ‘‘এ দেশে হিন্দুরা ৮০ শতাংশ। সংখ্যালঘুরা ১৫ শতাংশ। ফলে সংখ্যালঘুরা হুঁশিয়ার।’’ ভাইরাল হওয়া ভিডিয়োয় সোমশেখরকে বলতে শোনা গিয়েছে, ‘‘যাঁরা সিএএ-র বিরোধিতা করছেন, তাঁদের সাবধান করে দিচ্ছি। বেশি ‘নখরা’ করলে ফল ভাল হবে না।’’ তিনি এ-ও বলেছেন, ‘‘কংগ্রেস দলটা বুজরুকে ভর্তি। আপনারা ওদের বিশ্বাস করে রাস্তায় নামলেন?... আমরাও পথে নামলে কী হাল হবে ভেবেছেন? এই দেশে থাকতে হলে সতর্ক হয়ে থাকুন।’’ কংগ্রেস বলেছে, বিজেপির মানসিকতা কী, সেটা ওই বিধায়কের কথাতেই বোঝা যায়।
সিএএ-র বিরুদ্ধে সম্প্রতি নিজামাবাদে সভা করেছেন ওয়াইসি। তাঁকে ‘ওই মাঠে উল্টো ঝুলিয়ে দাড়ি কামিয়ে দেওয়ার’ হুমকি দেন তেলঙ্গানার বিজেপি সাংসদ ডি অরবিন্দ। সঙ্গে যোগ করেছেন, ‘‘কেটে নেওয়া দাড়ি ফেলব না। তার পদোন্নতি হবে। মুখ্যমন্ত্রী (কে সি রাও)-এর গালে লাগিয়ে দেব। তিনিও মোল্লা।’’