কাবেরী নদীর জল ছাড়া নিয়ে আজও দিনভর উত্তপ্ত থাকল কর্নাটকের বিস্তীর্ণ এলাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত কাল গভীর রাত থেকে তিনটি বাঁধের জল ছাড়া শুরু করেছে কর্নাটক সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, জল ছাড়া অনিবার্য। কারণ আদালতের নির্দেশ কোনও রাজ্যের পক্ষে অবমাননা করা সম্ভব নয়, তাই নিজেদের প্রবল অসুবিধে সত্ত্বেও আগামী দশ দিন ধরে তামিলনাড়ুকে ১৫ হাজার কিউসেক জল দিয়ে যাবেন তাঁরা।
তবে শীর্ষ আদালত যাতে তার রায় পুনর্বিবেচনা করে সে জন্য ফের আর্জি জানানো হবে বলে জানিয়েছে কর্নাটক সরকার। তবে মুখ্যমন্ত্রী যতই শান্তি বজায় রাখার আর্জি জানান না কেন, তাঁর আর্জি খুব একটা কাজে আসছে না। কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত মান্ড্যর জাতীয় সড়ক আটকে আজও বিক্ষোভ দেখায় কৃষক সংগঠনগুলি। যান চলাচল বন্ধ রয়েছে ওই এলাকায়। আগামী শুক্রবার বেঙ্গালুরুতেও বড়সড় আন্দোলনের কর্মসূচি রয়েছে।