প্রবল জলস্রোতের মাঝে শিশুকে বাঁচিয়ে নায়ক কানহাইয়া

প্রাকৃতিক দুর্যোগে তছনছ কেরলের এই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর বিপর্যয়ে ভরসার মুখ হয়ে সাবাসি পাচ্ছেন ছবির নায়ক কানহাইয়া কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

ইদ্দুকি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৪:০৮
Share:

ত্রাতা: কানহাইয়া কুমার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

ছোট্ট একটি শিশুকে বুকে আঁকড়ে সেতুর উপর দিয়ে ছাতা মাথায় ছুটে চলেছেন এক জন। দু’ধারে বয়ে চলা প্রবল জলস্রোত সেতু ছুঁইছুঁই। তাঁকে অনুসরণ করে পিছনে তিন জন। গোটা দলটি পার হয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে জলের তলায় ডুবে যায় সেতুটি। প্রাকৃতিক দুর্যোগে তছনছ কেরলের এই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর বিপর্যয়ে ভরসার মুখ হয়ে সাবাসি পাচ্ছেন ছবির নায়ক কানহাইয়া কুমার।

Advertisement

ঘটনাটি দু’দিন আগের। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কনস্টেবল কানহাইয়া জানিয়েছেন, ইদ্দুকি জলাধারের কাছে চেরুথোনি সেতুর এক প্রান্তে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা। পার হতে চাইলেও চারপাশের অবস্থা থেকে সাহস পাচ্ছিলেন না। দেখা মাত্র কর্তব্য স্থির করে ফেলেন বিহারের বাসিন্দা ওই উদ্ধারকারী যুবক। তিনি বলেন, ‘‘দূর থেকে দেখি ছোট মেয়েকে নিয়ে সেতু পেরনোর জন্য সাহায্য চাইছেন এক জন। লোকটি কে, নাম কী তা’ও জিজ্ঞাসা করার সময় পাইনি। দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে ছুট লাগাই।’’ তাঁর এই ছবিই এখন ভাইরাল গোটা দেশে। যদিও কানহাইয়া মনে করছেন, তিনি কর্তব্য পালন করেছেন মাত্র। তাঁর কথায়, ‘‘আমার ছ’বছরের অভিজ্ঞতা। এর আগেও এই কাজ আমি করেছি।’’ বাহিনী জানিয়েছে, কানহাইয়া প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি। আগেও তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে উদ্ধারকাজে যুক্ত থেকেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement