National News

বিচারকদের ফোনেও আড়ি পাতা হচ্ছে: প্রধানমন্ত্রীর সামনেই খোঁচা অরবিন্দের

কেন্দ্রীয় সরকার এখন বিচারকদের ফোনেও আড়ি পাতছে, অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই সোমবার কেন্দ্রীয় সরকারকে এই খোঁচা দিলেন কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগকে অবশ্য তৎক্ষণাৎ নস্যাৎ করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১৪:১৯
Share:

—ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকার এখন বিচারকদের ফোনেও আড়ি পাতছে, অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই সোমবার কেন্দ্রীয় সরকারকে এই খোঁচা দিলেন কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগকে অবশ্য তৎক্ষণাৎ নস্যাৎ করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

সোমবার অরবিন্দ কেজরীবাল বলেন, ‘‘আমি শুনেছি, বিচারকদের ফোনে আ়ড়ি পাতা হচ্ছে এবং তাঁরা এখন (ফোনে) কথা বলতেও ভয় পাচ্ছেন। এটা ঠিক নয় এবং কিছুতেই এটা চলতে দেওয়া যায় না।’’ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী যে ভাবে কেন্দ্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন, তাতে স্বাভাবিক ভাবেই গুঞ্জন শুরু হয়ে যায়। বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে রকম টানাপড়েন চলছে, তার প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মোদীর অস্বস্তি আরও বাড়ানোর পক্ষে যথেষ্ট ছিল।

কেন্দ্রীয় সরকারের অস্বস্তি কাটাতে শীঘ্রই সক্রিয় হন দেশের আইন ও যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘‘আমি দু’বছর ধরে দেশের যোগাযোগ মন্ত্রী হিসেবে কাজ করছি এবং বিচারকদের ফোনে আড়ি পাতা হচ্ছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা আমি সম্পূর্ণ অস্বীকার করছি।’’

Advertisement

বেশ কিছু দিন আগেই বিচার বিভাগীয় কলেজিয়াম বিচারপতিদের শূন্য পদে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে নাম পাঠিয়ে দিয়েছে। তা সত্ত্বেও শূন্য পদে এখনও নিয়োগ হয়নি। বিচারপতি নিয়োগ নিয়ে এমন টালবাহানা চললে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে দিন কয়েক আগে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি টিএস ঠাকুর। সেই প্রসঙ্গ টেনে এনেও এ দিন সরকারকে খোঁচা দিয়েছেন অরবিন্দ কেজরীবাল।

আরও পড়ুন: শিখ নিধন নিয়ে ইন্দিরাকে মোদীর খোঁচা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement