National News

অসীমানন্দদের খালাস করেই ইস্তফা দিয়ে দিলেন বিচারক

স্বামী অসীমানন্দ সহ ওই ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই সোমবার সকালে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারপতি রেড্ডি। জানান, কোনও ভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে প্রমাণ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাই পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে তিনি অভিযুক্তদের বেকসুর খালাস ঘোষণা করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৯:৫৬
Share:

বিচারপতি রবীন্দ্র রেড্ডি। -ফাইল চিত্র।

মক্কা মসজিদে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই বেকসুর খালাস ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে ইস্তফা দিলেন হায়দরাবাদ আদালতের বিচারক রবীন্দ্র রেড্ডি।

Advertisement

স্বামী অসীমানন্দ সহ ওই ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই সোমবার সকালে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক রেড্ডি। জানান, কোনও ভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে প্রমাণ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাই পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে তিনি অভিযুক্তদের বেকসুর খালাস ঘোষণা করেছেন।

Advertisement

আরও পড়ুন- মক্কা মসজিদ বিস্ফোরণ: অসীমানন্দ- সহ ৫ অভিযুক্ত খালাস​

আরও পড়ুন- কাঠুয়ার পরিবারকে নিরাপত্তা দিতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের​

২০০৭ সালে মক্কা মসজিদে শুক্রবারের নমাজের সময় ওই বিস্ফোরণ ঘটলে ৯ জনের মৃত্যু হয়। জখম হন ৫০ জনেরও বেশি।

এনআইএ-র তরফে যিনি ওই মামলার দেখভাল করছিলেন, সেই প্রতিভা অম্বেডকরকে দু’সপ্তাহ আগেই তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement