বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। —ফাইল ছবি।
বিরোধীদের সঙ্গেই এনডিএ-র অধিকাংশ শরিক দল যখন জাত গণনার দাবি তুলে সরব, তখন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সংবাদমাধ্যমে জানালেন, ‘‘এ দেশে জাত গণনার কোনও সম্ভাবনা নেই।’’
অর্থাৎ কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের পরে এ বার জাত গণনা নিয়ে মন্তব্য করে নতুন করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন কঙ্গনা। যে কারণে মঙ্গলবারের পরে আজ ফের কঙ্গনাকে ডেকে সতর্ক করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ‘জাত গণনার কোনও সম্ভাবনা নেই, কারণ বিজেপি জাত গণনার বিপক্ষে’ বলে সংবাদমাধ্যমে কঙ্গনা যে দাবি করেছেন, তা দলের অবস্থান কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে।
কঙ্গনার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে শরিক দলগুলিও। শরিকি অস্বস্তি এড়াতে আজ বিজেপি মুখপাত্র গুরুপ্রকাশ পাসোয়ান বলেন, ‘‘কঙ্গনার মন্তব্যের সঙ্গে দল একমত নয়। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বলে দিয়েছেন যে, দরকার হলে জাত গণনাকরা হবে।’’
হরিয়ানা নির্বাচনের মুখে কৃষক বিরোধী মন্তব্য এবং তার পরে জাত গণনা নিয়ে মুখ খুলে কঙ্গনা দলকে সমস্যায় ফেলছেন বলেই মনে করছেন বিজেপি নেতারা।
সূত্রের মতে, আজ ফের নীতিগত বিষয় নিয়ে মুখ না খোলার জন্য কঙ্গনাকে সতর্ক করে দিয়েছেন নড্ডা।