হামলার সময় ভাঙচুর চালানো হয় জেএনইউ-তে। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।
জেএনইউয়ের ক্যাম্পাসে গত ৫ জানুয়ারির তাণ্ডবের প্রমাণ, তথ্য ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়ে আদালতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক। সোমবার এই মামলায় দিল্লি পুলিশ, রাজ্য সরকার, হোয়াটসঅ্যাপ, গুগল ও অ্যাপলের থেকে জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। দিল্লি পুলিশ আদালতে জানিয়েছে, জেএনইউ কর্তৃপক্ষকে সে দিনের গোলমালের সিসিটিভি ফুটেজ হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছিল তারা।
সরকারি আইনজীবী রাহুল মেহরা জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছ থেকে এখনও এই বিষয়ে সাড়া পায়নি পুলিশ। ‘ইউনিটি এগেনস্ট লেফ্ট’ ও ‘ফ্রেন্ডস অব আরএসএস’ নামে দু’টি গ্রুপের মেসেজ, ছবি, ভিডিয়ো ও সদস্যদের ফোন নম্বর চেয়ে হোয়াটসঅ্যাপকে চিঠি লিখেছে পুলিশ।