Road Accident in Jharkhand

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে জেএমএম সাংসদ! ট্রাকের সঙ্গে ধাক্কা গাড়ির, হাসপাতালে নেত্রী

বুধবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জেএমএমের রাজ্যসভার সাংসদ মহুয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূও। পরিবারকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান সারতে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২
Share:
JMM MP Mahua Manjhi injured in car accident at NH-75 from returning Mahakumbh

সাংসদ মহুয়া মাঝিঁ। —ফাইল চিত্র।

কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে এ বার পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) সাংসদ মহুয়া মাঝিঁ। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় তাঁর গাড়ি। দুর্ঘটনায় গুরুতর চোট পান মহুয়া। আহত অবস্থায় তাঁকে রাঁচীর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে মহুয়ার।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জেএমএমের রাজ্যসভার সাংসদ মহুয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূও। পরিবারকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান সারতে গিয়েছিলেন মহুয়া। বাড়ি ফেরার পথে জাতীয় সড়ক-৩৯-এ লাতেহারে একটি দাঁড় করানো ট্রাককে ধাক্কা মারে তাঁর গাড়ি। সংঘর্ষের ফলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে।

দুর্ঘটনায় আঘাত পান মহুয়া। ঘটনা নজরে আসতেই স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ভাঙা গাড়ি থেকে আরোহীদের বার করে আনার চেষ্টা করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে মহুয়াকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকেই জেএমএম সাংসদকে রাঁচীর রিমস হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, হাত ভেঙেছে সাংসদের। শরীরের আর কোনও অংশে আঘাত রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Advertisement

ঝাড়খণ্ডের রাজনীতিতে মহুয়া প্রভাবশালী বলেই পরিচিত। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পরিবারে ঘনিষ্ঠ তিনি। দীর্ঘ দিন জেএমএম মহিলা মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন মহুয়া। পরে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়। গত চার মাস আগে ঝাড়খণ্ডে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে রাঁচী আসন থেকে মহুয়াকে প্রার্থী করে জেএমএম। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর প্রসাদ সিংহের কাছে পরাজিত হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement