JEE Main

JEE Main topper: সঙ্গীত সাহায্য করেছিল পরীক্ষার প্রস্তুতিতে, বললেন জয়েন্ট এন্ট্রান্স মেনের প্রথম অনিকেত

জিইই মেনের পরীক্ষায় শীর্ষ স্থান পেয়েছেন অনিকেত। জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করেছে সঙ্গীত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৩:৫৪
Share:

অনিকেত চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

আরও ভাল ভাবে পড়াশোনা করতে সাহায্য করেছিল সঙ্গীত। বললেন অনিকেত চট্টোপাধ্যায়। ইঞ্জিনিয়াংরিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা জেইই মেনের শীর্ষ স্থানাধিকারী। ২০২২ সালে জেইইতে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে এক জন অনিকেতও।

Advertisement

তেলঙ্গানার বাসিন্দা অনিকেত জেইই মেনের দ্বিতীয় ভাগে পদার্থবিদ্যা এবং অঙ্কে ১০০-তে ১০০ নম্বর পেয়েছেন। রসায়নে পেয়েছেন ১০০-তে ৯৯। অনিকেতের মতে, লকডাউনের জন্য এক প্রকার সুবিধা হয়েছে তাঁর। স্কুলে যেতে না হওয়ায় বাড়তি সময় পেয়েছেন। তাঁর কথায়, ‘‘অতিরিক্ত সময় পেয়েছি। নিজের মতো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছি। আমি ওই সময়টাকেই কাজে লাগিয়েছি।’’

অনিকেত জানিয়েছেন, এক টানা দু’ঘণ্টা পড়েছেন। তার পর আধ ঘণ্টা বিশ্রাম নিয়েছেন। পরীক্ষার আগে এক টানা পড়ার সময়টা বেড়ে তিন ঘণ্টা হয়েছিল। বিশ্রামের সময়টা কমেছিল। অনিকেতের কথায়, ‘‘পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সঙ্গীত আমায় খুব সাহায্য করেছে। পড়ার ফাঁকে গান এবং বাদ্যযন্ত্র— দুইই শুনতাম। অনেকেই বলতেন, পড়ায় ফাঁক পড়বে, মনোযোগ হারাব। আমার ক্ষেত্রে তা হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement