২৪ ফেব্রুয়ারি, ১৯৪৮। তামিলনাড়ুর মাইসোর জেলায় গোঁড়া তামিল ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় জয়ললিতার। ছোট থেকেই নাচের প্রতি অদম্য ঝোঁক ছিল তাঁর। প্রথমে জনপ্রিয় অভিনেত্রী, তারপর দুঁদে রাজনীতিক— দুই ভূমিকাতেই তাঁকে দেখেছেন দেশের মানুষ। এক নজরে দেখে নেওয়া যাক অভিনেত্রী হিসেবে জয়ললিতার জার্নি কেমন ছিল।