মনোজ সিন্হা। —ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীরের দুই সরকারি কর্মীকে জঙ্গি-যোগের অভিযোগে বরখাস্ত করলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিন্হা। এঁরা হলেন কুলগাম জেলার কসবা দেবসার এলাকার স্কুল শিক্ষক আব্দুল রহমান নাইকা এবং কিস্তোয়ারজেলার বঢত সারুর এলাকার ফার্মাসিস্ট জ়াহির আব্বাস। সংবিধানের ৩১১ অনুচ্ছেদ প্রয়োগ করে চাকরি থেকে তাঁদের সরানো হয়েছে। ওমর আবদুল্লার সরকার ক্ষমতায় আসার পরে এমনটা এই প্রথম।
১৯৯২ সালে নাইকা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের চাকরিতে যোগ দেন। ২০২১ সালে কুলগামে রাজনৈতিক নেতা গুলাম হাসান লোন খুনের তদন্তে হিজ়বুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গোয়েন্দা সূত্রের দাবি, কুলগাম, সোপিয়ান এবং অনন্তনাগে নানা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত নাইকা। তাঁকে ধরা হয়েছিল গ্রেনেড এবং একে৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র-সহ। পাকিস্তানি মদতে নিরাপত্তা বাহিনীর উপরে হামলার ছকের কথাও নাইকা স্বীকার করেছেন বলে দাবি গোয়েন্দাদের।
আর এক অভিযুক্ত জ়াহির সরকারি শিক্ষকের চাকরি পান ২০১২ সালে। তিন হিজ়বুল জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগে ২০২০ সালে গ্রেফতার হয়ে এখন কোট ভালওয়াল কেন্দ্রীয় কারাগারে বন্দি তিনি। নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য পাকিস্তানে পাচার এবং জঙ্গিদের অস্ত্র ও অন্যান্য জিনিস পৌঁছে দিয়ে সাহায্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছাত্রদের প্রভাবিত করে জাহির তাদের জঙ্গি কার্যকলাপে শামিল করাতেন বলেও অভিযোগ। জেলে থেকেও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে।