Cricketer

রাখি বন্ধনের ছবি ফেসবুকে পোস্ট করে ফের বিতর্কের মুখে পঠান

কেউ প্রশ্ন তুলেছেন, এক জন মুসলমান হয়ে তিনি হিন্দু উৎসব সেলিব্রেট করছেন কেন। কেউ আবার মন্তব্য করেছেন, ‘‘তোমার বাবা তো মৌলবী। তুমি কোন বুদ্ধিতে এমন অ-ইসলামীয় কাজকর্ম করছো!’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৭:৫৮
Share:

এই ছবি পোস্ট করেই বিতর্কের মুখে পঠান।— ছবি পঠানের ফেসবুক পেজের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় রাখির ছবি পোস্ট করে ফের বিপাকে জাতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পঠান। সোমবার নিজের ইনস্টাগ্রামে রাখি বন্ধনের ছবি পোস্ট করেন ইরফান। ছবিতে দেখা গিয়েছে, ডান হাতে রাখি পরেছেন তিনি। পাশাপাশি, দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়েছিলেন পাঠান। এই ছবিটি পোস্ট করার পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য আসতে শুরু করে।

Advertisement

এই ঘটনাকে ইসলাম বিরোধী বলে ব্যাখ্যা করেছেন বেশ কয়েক জন। কেউ প্রশ্ন তুলেছেন, এক জন মুসলমান হয়ে তিনি হিন্দু উৎসব সেলিব্রেট করছেন কেন। কেউ আবার মন্তব্য করেছেন, ‘‘তোমার বাবা তো মৌলবী। তুমি কোন বুদ্ধিতে এমন অ-ইসলামীয় কাজকর্ম করছো!’’ তবে, বিতর্কের পরেও এই সম্পর্কে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরফানের পক্ষ থেকে।

😂😂😂 (_)

Advertisement

(_)

এটাই প্রথম নয়, এর আগেও এই রকম ঘটনার সম্মুখীন হয়েছেন পঠান। গত মাসেই নিজের ফেসবুকে স্ত্রী সাফা বেগের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিটিতে দেখা গিয়েছিল ইরফানের সঙ্গে বেশ খোস মেজাজে সাফা। মজার ছলে নিজের দুই হাত মুখ আংশিক ঢেকে সেলফির জন্য পোজ দিচ্ছেন তিনি। আর এতেই দেখা দেয় বিতর্ক। এই ছবিটি পোস্ট করার পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য আসতে শুরু করেছিল।

আরও পড়ুন: দাবা নাকি ইসলামে হারাম, ট্রোলড কাইফ

আরও পড়ুন: ফেসবুকে ছবি পোস্ট করে বিতর্কের মুখে ইরফান পাঠান

আবার কয়েক মাস আগে এই একই রকমের আক্রমণের শিকার হয়েছিলেন জাতীয় দলের অন্যতম তারকা বোলার মহম্মদ সামি। গাউন পরিহিত স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ছেলের সঙ্গে দাবা খেলার ছবি ফেসবুকে পোস্ট করে ট্রোলড হতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটর মহম্মদ কাইফকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement