National News

জামিন পেলেন না চিদম্বরম, আরও একদিন বাড়ল জেল হেফাজতের মেয়াদ

শুনানিতে কপিল সিব্বলের বক্তব্য ছিল, ‘‘চিদম্বরমের কিছু রক্ষাকবচ থাকা উচিত। তাঁর বয়স ৭৪ বছর। তাঁকে গৃহবন্দি করা হোক, কিন্তু তিহাড় জেলে যেন না পাঠানো হয়।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৫
Share:

৩০ অগস্ট পি চিদম্বিরমকে বিশেষ সিবিআই আদালতে পেশ করার সময়। ছবি: পিটিআই

নিম্ন আদালতে অন্তর্বর্তী জামিন পেলেন না পালানিয়াপ্পন চিদম্বরম। আরও এক দিন তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়াল বিশেষ সিবিআই আদালত। আগামিকাল তাঁর অন্তর্বর্তী জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। যদিও সোমবারই তাঁর তিহাড় জেলে যাওয়ার উপর রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে জামিন মঞ্জুর না হলে বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতেই রাখতে হবে, আগেই সেই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

হেফাজতের মেয়াদ শেষে চিদম্বরমকে আদালতে পেশ করে সিবিআই। সেখানেই তাঁর জামিনের জন্য সওয়াল করেন কপিল সিবল। উল্টো দিকে সিবিআই তথা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বিরোধিতা করেন। সলিসিটর জেনারেল জামিনের শুনানির জন্য সময় চান। বিশেষ আদালতের বিচারক সেই আর্জি মঞ্জুর করে আরও এক দিন চিদম্বরমের জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। আগামিকাল মঙ্গলবার শুনানি শেষে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জামিন নিয়ে চূডা়ন্ত সিদ্ধান্ত নেবে আদালত।

আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির মামলায় গত ২১ অগস্ট রাতে গ্রেফতার হওয়ার পর থেকে সিবিআই-এর সদর কার্যালয়ের সুটে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দফায় দফায় তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়িয়েছে বিশেষ সিবিআই আদালত। শেষ দফার মেয়াদ ফুরানোর পর আজ সোমবার তাঁকে আদালতে পেশ করে সিবিআই।

Advertisement

তার আগেই অবশ্য সুপ্রিম কোর্টে চিদম্বরমের জেলযাত্রা থেকে রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। চিদম্বরম এবং তাঁর আইনজীবীদের আশঙ্কা ছিল, তিন দফায় সিবিআই হেফাজত শেষে নিম্ন আদালত তাঁকে জেল হেফাজত বা বিচারবিভাগীয় হেফাজতে পাঠাতে পারে। সে ক্ষেত্রে তাঁকে সিবিআই হেফাজতের সুট ছেড়ে তিহাড় জেলে থাকতে হবে। সেই আশঙ্কা থেকেই এই মামলা করেছিলেন চিদম্বরম। সোমবার সেই মামলার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে।

আরও পড়ুন: আকাশে ফিরলেন অভিনন্দন, পঠানকোটে উড়ান বায়ুসেনা প্রধানের সঙ্গে

শুনানিতে কপিল সিব্বলের বক্তব্য ছিল, ‘‘চিদম্বরমের কিছু রক্ষাকবচ থাকা উচিত। তাঁর বয়স ৭৪ বছর। তাঁকে গৃহবন্দি করা হোক, কিন্তু তিহাড় জেলে যেন না পাঠানো হয়।’’ বিচারপতিরা বলেন, গৃহবন্দি করা হয় রাজনৈতিক বন্দিদের। পাশাপাশি প্রশ্ন তোলেন, নিম্ন আদালতে কেন তাঁর অন্তর্বর্তিকালীন জামিনের আর্জি জানাচ্ছেন না তাঁরা? কিন্তু সিবল আশঙ্কা প্রকাশ করেন, নিম্ন আদালত জামিনের আর্জি খারিজ করলে তখন কী হবে? ‘এ ভাবে কাউকে অসম্মান করা উচিত নয়’ বলেও মত প্রকাশ করেন সিব্বল। তাঁর বিপরীতে সুপ্রিম কোর্টে সরকার পক্ষের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ।

সওয়াল জবাব শেষে বিচারপতি ভানুমতির বেঞ্চ নির্দেশ দেয়, আজ সোমবার নিম্ন আদালত তাঁর অন্তর্বর্তী জামিন না দিলে বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতেই রাখতে হবে। আইনজীবী মহলের ব্যাখ্যা, এতে কার্যত জেলযাত্রা থেকে রক্ষাকবচ পেলেন চিদম্বরম।

আরও পড়ুন: চাঁদে নামার প্রস্তুতি শুরু, দেড় মাসের মাথায় চন্দ্রযান-২ থেকে আলাদা হল বিক্রম ল্যান্ডার

অন্য দিকে এই আইএনএক্স মিডিয়া মামলাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতারি এড়াতে চিদম্বরমের রক্ষাকবচের মামলার শুনানিও চলছে বিচারপতি ভানুমতির বেঞ্চে। আগামী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সেই মামলার রায়ের দিন ঘোষণা করেছে বেঞ্চ। আপাতত সেই রায়ের আগে পর্যন্ত জেলে যেতে হচ্ছে না চিদম্বরমকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement