Train Accident

চলন্ত অবস্থাতেই কাপলিং ভেঙে দু’ভাগ হয়ে গেল ট্রেন! মধ্যপ্রদেশে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিঙ্গরৌলী এবং জবলপুরের মাঝে। স্থানীয় সূত্রে খবর, ট্রেনের গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:৪২
Share:
ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ট্রেনের বগি। ছবি: সংগৃহীত।

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ট্রেনের বগি। ছবি: সংগৃহীত।

চলন্ত অবস্থাতেই কাপলিং ভেঙে দু’ভাগ হয়ে গেল ট্রেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস।

Advertisement

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিঙ্গরৌলী এবং জবলপুরের মাঝে। স্থানীয় সূত্রে খবর, ট্রেনের গতি বেশি না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বোহারীর কাছে আচমকাই কাপলিং ভেঙে ট্রেনের ইঞ্জিন এগিয়ে যায়। আলাদা হয়ে যায় বগিগুলি। কিন্তু গতি থাকায় ইঞ্জিন ছাড়াই এক কিলোমিটার এগিয়ে যায় ট্রেনের বগি।

খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। বগিগুলিকে ইঞ্জিনের সঙ্গে আবার জুড়ে ট্রেনটিকে গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়। তবে কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। এই ঘটনার কারও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এক রেলকর্তা।

Advertisement

এই প্রথম নয়, গত বছরেও এ রকম পর পর বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। তার মধ্যে বিহারেই এ রকম দু’টি ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বরে চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে গিয়েছিল মগধ এক্সপ্রেসের। তার আগে জুলাইয়ে ঠিক একই ভাবে দুর্ঘটনার শিকার হয় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement