হাইলাকান্দির পাঁচটি সরকারি অফিসে আচমকা হাজির হয়ে ২৭ জন কর্মীকে অনুপস্থিত পেয়েছেন সার্কল অফিসার। কর্মসংস্কৃতি ফেরাতে জেলাশাসক বরুণ ভুঁইঞার নির্দেশে আজ ওই অভিযান চালিয়েছিলেন সার্কল অফিসার সরফরাজ হক।
এ দিন প্রথমে তিনি হানা দেন শিক্ষা কমপ্লেকসে। জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক, বিদ্যালয় পরিদর্শক ও বিদ্যালয় সমূহের উপ-পরিদর্শকের অফিসে যান তিনি। বেলা পৌনে ১১টায় ওই তিনটি অফিসে অনেক কর্মীকে দেখতে পাননি সার্কল অফইসার। এর পর তিনি যান সেচ বিভাগ, অভ্যন্তরীণ জল পরিবহণ দফতরেও। সেখানেও গরহাজির ছিলেন কয়েক জন কর্মী।
এ নিয়ে জেলাশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেন সার্কল অফিসার। প্রশাসনিক সূত্রে খবর, ওই কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জেলাশাসকও বিভিন্ন সরকারি অফিসে আচমকা পরিদর্শন করে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছিলেন। এ নিয়ে বরুণবাবু বলেন, ‘‘সরকারি অফিসে কর্মসংস্কৃতি অনেকটাই ফিরেছে।’’