National news

দেশ জুড়ে সিস্টেম বিকল ইন্ডিগোর, চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

সিস্টেম বিকল হওয়ায় দেশ জুড়ে চরম দুর্ভোগে পড়লেন ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রীরা। প্রায় দু’ঘণ্টা সিস্টেম বিকল হয়ে পড়ে ইন্ডিগোর। রবিবার বেলা ১টা নাগাদ এই ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৮:২০
Share:

—ফাইল চিত্র।

সিস্টেম বিকল হওয়ায় দেশ জুড়ে চরম দুর্ভোগে পড়লেন ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রীরা। প্রায় দু’ঘণ্টা সিস্টেম বিকল হয়ে পড়ে ইন্ডিগোর। রবিবার বেলা ১টা নাগাদ এই ঘটনা ঘটে।

Advertisement

ইন্ডিগো সূত্রে খবর, দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকাই সিস্টেম ডাউন হয়ে যায়। তার প্রভাব পড়ে দেশ জুড়ে। বিভিন্ন কাউন্টারে প্রচুর ভিড় জমে যায়। বিমান ছাড়তে অনেক দেরি হয়।

এর পরই টুইট করে যাত্রীদের থেকে সহযোগিতা চায় ইন্ডিগো কর্তৃপক্ষ। পরে বিকেল চারটে নাগাদ রিটুইট করে ইন্ডিগো। তাতে ইন্ডিগো জানায়, ‘যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখিত। প্রায় ৯০ মিনিট সিস্টেম ডাউন হয়েছিল। আমাদের ফ্লাইট এবং চেক-ইন সিস্টেম এখন সক্রিয়।’

Advertisement

আরও পড়ুন: অর্চনাকে খুন করে বিষ খেল বলরাম..! পিছনে কি অন্য কোনও সম্পর্ক..?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement