Malgudi Days

আর শুধু গল্পেই নয়, সত্যি হতে চলেছে ‘মালগুড়ি’ রেলওয়ে স্টেশন

‘মালগুড়ি ডেজ’ দেখেননি, এমন লোক পাওয়া মুশকিল। সেই কাল্পনিক গল্পগুলির অন্যতম মুখ্য চরিত্র ছিল একটি রেলস্টেশন, যার নামও ছিল মালগুড়ি। সেই কাল্পনিক মালগুড়ি স্টেশনই এবার বাস্তব হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১২:০৯
Share:

গল্পের সেই রেল স্টেশন। ছবি: ফেসবুক

আর কে নারায়ণনের লেখা ‘মালগুড়ি ডেজ’ মানেই একঝাঁক নস্ট্যালজিয়া। অসাধারণ ছোট গল্পগুলো যদি কারুর পড়া নাও থাকে, এককালের জনপ্রিয় টেলিভিশন শো ‘মালগুড়ি ডেজ’ দেখেননি, এমন লোক পাওয়া মুশকিল। সেই কাল্পনিক গল্পগুলির অন্যতম মুখ্য চরিত্র ছিল একটি রেলস্টেশন, যার নামও ছিল মালগুড়ি। সেই কাল্পনিক মালগুড়ি স্টেশনই এবার বাস্তব হতে চলেছে।

Advertisement

তামিলনাড়ুর শিমোগা জেলার আরাসালু রেলওয়ে স্টেশনটির নাম বদলে মালগুড়ি রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পশ্চিম রেল। ‘মালগুড়ি ডেজ’ টেলিভিশন শোয়ের পরিচালক শঙ্কর নাগ বেশ লম্বা সময় ধরে ওই শুটিং করেছিলেন এই পুরনো আরাসালু স্টেশনে। সেই স্মৃতি আজও অমলিন স্থানীয় বাসিন্দাদের মনে।

দীর্ঘদিন ধরেই এই রেলস্টেশনটির নাম পরিবর্তনের দাবি উঠছিল বলে জানিয়েছেন শিমোগার সাংসদ বি ওয়াই রাঘবেন্দ্র। সেই দাবি মেনেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর জন্য রেল দফতরের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা হয়ে গিয়েছে বলেও জানান তিনি।

Advertisement

আরও পড়ুন: গানে-গোলাপে পূর্ণ পঞ্চাশের দৌড় রাজধানীর

ব্রিটিশ ভারতের ছবির মতো ছিমছাম একটি গ্রামীণ রেলওয়ে স্টেশন— মালগুড়ি ডেজ-এ সে ভাবেই দেখা গিয়েছিল আরাসালু স্টেশনকে। কিন্তু পুরনো সেই আরাসালু স্টেশন এখন অতীতের ছায়া মাত্র। সময় থাবা বসিয়েছে শরীরে। তাই নাম বদলের সঙ্গে সঙ্গে নতুন করে এটি কে সাজিয়ে তোলা হবে বলেও জানিয়েছে রেল। এর জন্য এখানে গড়ে তোলা হবে একটি রেল মিউজিয়াম। নতুন ভাবে সাজানোর জন্য ১ কোটি ৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছে রেল দফতরের তরফে।

আরও পড়ুন: বায়ুসেনার অভিযানে পাকিস্তানে হত ২৫০, এ বার ‘সূত্র’ দিলেন অমিত শাহ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement