National News

ভাঙা মাস্তুল... অবশেষে মাঝ সমুদ্র থেকে উদ্ধার নৌবাহিনীর অসুস্থ কম্যান্ডার

ভারতীয় নৌসেনার মুখপাত্র জানিয়েছেন, অস্ট্রেলিয়ার উপকুলের কাছে ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে টোমিকে। মাঝ সমুদ্রে ইয়ট ‘থিরুয়া’ থেকে তাঁকে তুলে ফরাসি মাছ ধরার একটি ভেসেলে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়টটিও। টোমিকে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২০
Share:

ইয়টে অভিলাষ টোমি। —ছবি টুইটারের সৌজন্যে

‘ওয়াটার ওয়াটার এভরিহয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক’।

Advertisement

আক্ষরিক অর্থেই স্যামুয়েল কোলরিজের ‘দি এনসিয়েন্ট মেরিনার’-এর মতো অবস্থায় কাটানোর পর অবশেষে উদ্ধার অভিলাষ টোমি। ঝড়ের মধ্যে পড়ে মাস্তুল ভেঙে যাওয়া ইয়ট এবং আহত অভিলাষ টোমি উদ্ধার হলেন মাঝ সমুদ্র থেকে। সোমবার ফরাসি মাছ ধরার ভেসেল ‘ওসিরিস’ তাঁকে উদ্ধার করে।

ভারতীয় নৌসেনার মুখপাত্র জানিয়েছেন, অস্ট্রেলিয়ার উপকুলের কাছে ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে টোমিকে। মাঝ সমুদ্রে ইয়ট ‘থিরুয়া’ থেকে তাঁকে তুলে ফরাসি মাছ ধরার একটি ভেসেলে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়টটিও। টোমিকে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।

Advertisement

ঝড়ের মধ্যে কী ভাবে দুর্ঘটনা ঘটল। কেমন ছিল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তার কিছুটা ইঙ্গিত মিলেছে ভারতীয় নৌসেনা সূত্রে।

ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে প্রবল ঝড়। সমুদ্র উত্তাল বললেও কম বলা হয়। ধেয়ে আসছে ১০-১২ ফুট উঁচু একের পর এক ঢেউ। দাঁত কামড়ে ১০ ফুটের ইয়ট সামলাচ্ছেন টোমি। কিন্তু কত ক্ষণ? কার্যত খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছে ইয়ট। এক সময় প্রবল ঝড়ে ভেঙে গেল মাস্তুল। নিয়ন্ত্রণ আর তখন টোমির হাতে রইল না। ঝড়ের উপর। নিজেকে অদৃষ্টের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কার্যত আর কোনও উপায় ছিল না টোমির।

আরও পডু়ন: মাস্তুল ভেঙে মাঝ সমুদ্রে নিখোঁজ নৌসেনা কম্যান্ডারের খোঁজ মিলল

এরই মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা। বিশালাকার এক ঢেউ এসে পুরো উল্টে দিল টোমির ছোট্ট ইয়ট। পিঠে গুরুতর চোট পেলেন টোমি। কার্যত নড়ার শক্তি নেই। শুধুই অপেক্ষা, কখন ঝড় থেমে যাবে, সমুদ্র আবার শান্ত হবে। আদিগন্ত বিস্তৃত সমুদ্রে ছোট্ট ইয়টের উপর কোনওরকমে ভাসছেন টোমি। খাবার নেই, জল নেই। স্যাটেলাইট কমিউনিকেশন মেসেজে সামান্য রিপ্লাই দিচ্ছেন খুব সামান্যই।

আরও পডু়ন: স্বামী কুৎসিত! চুমু খাওয়ার সময় যুবকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

টানা প্রায় তিন দিন এ ভাবেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন কীর্তিচক্র অভিলাষ টোমি।

দেশীয় প্রযুক্তিতে তৈরি ইয়ট ‘থুরিয়া’-য় চেপে গোল্ডেন গ্লোব রেস-এ অংশ নিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীর কম্যান্ডার ৩৯ বছরের অভিলাষ টোমি। ৩০ হাজার মাইলের জলপথ অতিক্রম করার এই প্রতিযোগিতায় টোমিই ছিলেন ভারতের একমাত্র প্রতিনিধি। জুলাইয়ে ফ্রান্স থেকে শুরু হয়েছিল ওই অভিযান। অভিযানে অস্ট্রেলিয়ার পার্থের উপকূলের কাছে প্রবল ঝড়ের মধ্যে তাঁর বোট। ভেঙে যায় মাস্তুল। মেরুদন্ডে গুরুতর চোট পান টোমি। কার্যত নড়াচড়ার ক্ষমতাও ছিল না। এর পর অস্ট্রেলিয়ার উপকূলের কাছেই তাঁর ইয়টের খোঁজ মেলে দু’দিন আগে।

তার পর থেকেই শুরু হয় উদ্ধারের তোড়জোড়। অস্ট্রেলিয়া, ফ্রান্স –সহ বিভিন্ন দেশ থেকে জাহাজ, হেলিকপ্টার, ভেসেল পাঠানো হয়। ভারতীয় নৌবাহিনীও উদ্ধারের চেষ্টা চালাতে শুরু করে। অবশেষে স্বস্তির নিশ্বাস ভারতীয় নৌবাহিনীতে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement