জঙ্গি-সেনা সংঘর্ষে ফের অশান্ত হল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলা। আজ সকালের এই ঘটনায় নিহত তিন জঙ্গি। গত দু’সপ্তাহে এই নিয়ে তিন বার জঙ্গি হামলা ঘটনা ঘটল। তবে আজ সেনার তৎপরতায় বানচাল হয়ে গেল জঙ্গি অনুপ্রবেশের ছক।
২৫ মে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে তাঙ্গধর সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন তিন জওয়ান। পাল্টা গুলিতে এক জঙ্গিও খতম হয়েছিল বলে খবর। চলতি সপ্তাহের গোড়ার দিকেই ফের ওই এলাকাতেই সংঘর্ষের বলি হয়েছেন এক নাগরিক।
পুলিশ জানায়, আজ চার-পাঁচ জনের একটি জঙ্গি দল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। নওগাম সেক্টরের কাছে জওয়ানরা তাদের বাধা দিতে গেলে ওই জঙ্গিরা স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় জওয়ানরা। কিছু ক্ষণ ওই সংঘর্ষ চলে। তাতে নিহত হয়েছে তিন জঙ্গি। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কারণ এখনও ওই এলাকায় আরও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে আশঙ্কা।
এই ঘটনার ঠিক এক দিন আগেই উত্তর কাশ্মীরের সোপোরে কয়েকটি জঙ্গি-পোস্টার মিলেছে। পোস্টারগুলি তালিবানের বলে মনে করা হচ্ছে। কারণ উর্দুতে লেখা ওই পোস্টারে রয়েছে তেহরিক-ই-তালিবানের স্ট্যাম্প। ইসলাম-বিরোধী কার্যকলাপ যাতে না হয়, তা নিয়ে হুমকি দেওয়া হয়েছে পোস্টারে।