Landmine

পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, গুরুতর জখম সেনা জওয়ান

সেনা সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া নওশেরা সেক্টরে রুটিন টহলদারির সময় নায়েক ধীরজ কুমার ভুলবশত একটি ‘অ্যান্টি পার্সোনেল মাইন’-এর উপর পা দিয়ে ফেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২
Share:

কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনা। ছবি: পিটিআই।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। বুধবার দুপুরে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ওই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়েছে।

Advertisement

সেনা সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া ওই অঞ্চলে রুটিন টহলদারির সময় নায়েক ধীরজ কুমার ভুলবশত একটি ‘অ্যান্টি পার্সোনেল মাইন’-এর উপর পা দিয়ে ফেলেন। মাইন ফেটে গুরুতর জখম হত তিনি। সঙ্গী সেনাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে উধমপুরের কমান্ড হাসপাতালে পাঠান।

নিয়ন্ত্রণেখায় ওই ল্যান্ডমাইন পাক মদতপুষ্ট জঙ্গিরা বিছিয়েছিল কি না, সে বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সেনার তরফে নির্দিষ্ট কিছু এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। ভুলবশত তারই কোনও একটিতে পা পড়তে পারে ভারতীয় সেনার ওই জওয়ানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement