National News

অন্তঃসত্ত্বা মহিলাকে সাহায্য সেনার

ঘটনার কথা উল্লেখ করে আজ, সেনা দিবসে ভারতীয় সেনার বীরত্ব ও পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০২:৪১
Share:

অন্তঃসত্ত্বা শামিমাকে উদ্ধারের পরে বরফ ঠেলে হাসপাতালের পথে চিনার কোরের জওয়ান ও স্থানীয় বাসিন্দারা। বুধবার কাশ্মীরে। ছবি: পিটিআই

তখন চলছে প্রবল তুষারপাত। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাশ্মীরে এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যান সেনার চিনার কোরের জওয়ানেরা। সেই ঘটনার কথা উল্লেখ করে আজ, সেনা দিবসে ভারতীয় সেনার বীরত্ব ও পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

চিনার কোরের তরফে শামিমা নামের ওই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসাপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো টুইট করা হয়। সেখানে দেখা গিয়েছে, বরফ ভেঙে স্টেচারে করে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সেনা ও স্থানীয়রা।

ওই ভিডিয়োয় মোদীকে ট্যাগ করে লেখা হয়েছে, ‘‘প্রবল তুষারপাতের মধ্যেই অন্তঃসত্ত্বা শামিমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। তাই ১০০ জনেরও বেশি সেনা জওয়ান এবং ৩০ জন নাগরিক তাঁর স্ট্রেচার নিয়ে চার ঘণ্টা হেঁটে তাঁকে হাসপাতালে যান। হাসপাতালে ওই মহিলা সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং শিশু দু’জনেই ভাল আছেন।’’ জবাবে মোদীর টুইট, ‘‘বীরত্ব ও পেশাদারিত্বের জন্য আমাদের সেনা পরিচিত। মানবিক চেতনার জন্যও তাদের সম্মান করা হয়। মানুষের প্রয়োজনে আমাদের সেনা সব করতে পারে। আমাদের সেনার জন্য আমি গর্বিত। শামিমা এবং তাঁর সন্তানের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’’

Advertisement

আরও পড়ুন: বিশেষ মর্যাদা লোপ ঐতিহাসিক সিদ্ধান্ত: সেনাপ্রধান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement