National News

অরুণাচলবাসীকে ১৫৮ কোটি ক্ষতিপূরণ সেনার

তাওয়াং জেলার মুক্তোয় বোমজা গ্রামে তাওয়াং গ্যারিসন গড়তে ২০০ একর ব্যক্তিগত জমি নেয় সেনা। কিন্তু কোনও ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৯
Share:

সেনা ছাউনি গড়ার জন্য অরুণাচলপ্রদেশের গ্রামবাসীদের কাছ থেকে অধিগ্রহণ করা জমির বিনিময়ে সাড়ে ১৫৮ কোটি টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করল প্রতিরক্ষামন্ত্রক। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানান, পশ্চিম কামেং জেলায় টেঙ্গা ছাউনির জন্য দীর্ঘদিন আগে সেনাবাহিনী ১৭৭.০৩ একর গ্রামের জমি নিয়েছিল। আপার সুবনসিড়ি জেলার বড়া রূপক গ্রামে ২২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সদর ছাউনি গড়ার জন্য নেওয়া হয়েছিল ৩৪১.৮৮ একর ব্যক্তিগত জমি। তাওয়াং জেলার মুক্তোয় বোমজা গ্রামে তাওয়াং গ্যারিসন গড়তে ২০০ একর ব্যক্তিগত জমি নেয় সেনা। কিন্তু কোনও ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পেমা কেন্দ্রের দ্বারস্থ হন। অনেক আবেদন, আলোচনার পরে সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে এ নিয়ে তাঁর বৈঠক হয়। পেমা জানান, শেষ পর্যন্ত নির্মলাদেবীর হস্তক্ষেপে প্রতিরক্ষা মন্ত্রক টেঙ্গার জমির জন্য ৪৮ কোটি ৬৩ লক্ষ টাকা, বড়া রূপকের জমির বিনিময়ে ৬৭ কোটি পাঁচ লক্ষ টাকা ও তাওয়াংয়ের জমির জন্য ৪২ কোটি ৪২ লক্ষ টাকা মঞ্জুর করেছে। পেমা বলেন, মন্ত্রকের এই সিদ্ধান্ত সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সম্পর্ক আরও মজবুত করবে। দফায়-দফায় বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন, আমি মরলে কী হবে, দলকে প্রশ্ন নীতীশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement