Jammu-Kashmir Encounter

ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা, জম্মু-কাশ্মীরের পুঞ্চে রাতভর গুলির লড়াই, আহত এক জওয়ান

সেনা সূত্রে খবর, যৌথবাহিনী পুঞ্চে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে রাতভর গুলির লড়াই চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৯:৫৪
Share:
জম্মু-কাশ্মীরে সেনা অভিযান। প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু-কাশ্মীরে সেনা অভিযান। প্রতিনিধিত্বমূলক ছবি। —প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা আবার রুখে দিল সেনা। তবে রাতভর গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর। সোমবার রাতে সেনা গোপন সূত্রে খবর পায়, পুঞ্চ দিয়ে একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। সেই খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথবাহিনী অভিযানে যায়।

Advertisement

সেনা সূত্রে খবর, যৌথবাহিনী পুঞ্চে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে রাতভর গুলির লড়াই চলে। সংঘর্ষে আহত হয়েছেন এক জওয়ান। তবে বাহিনীর পাল্টা জবাবে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। দলে কত জন জঙ্গি ছিল, তা স্পষ্ট হয়নি। তবে জঙ্গিরা কাছেরই একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে সন্দেহ বাহিনীর।

ওই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। অতিরিক্ত বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। জঙ্গিরা যাতে পালাতে না পারে তার জন্য চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে সেনা সূত্রের খবর। তিন দিন আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরি, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানোর অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। সেই সুযোগে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়। কিন্তু সেই চেষ্টা ভেস্তে যায় সেনার তৎপরতায়। তবে জঙ্গিদের গুলিতে নিহত হন এক সেনা অফিসার-সহ দু’জন। অন্য দিকে, কিস্তওয়াড়েও জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষে জইশ জঙ্গিগোষ্ঠীর তিন কমান্ডার নিহত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement