পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-র সদস্য হওয়ার চেষ্টা ভারত ছাড়ছে না। বুধবার সংসদে এ কথা স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মূলত চিনের আপত্তিতেই এনএসজি-র সাম্প্রতিক অধিবেশনে ভারতের অন্তর্ভূক্তির বিষয়টি ঝুলে গিয়েছে। তা সত্ত্বেও ভারত আগের মতোই বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কূটনৈতিক দৌত্য ও দর কষাকষি চালিয়ে যাচ্ছে। লোকসভায় সুষমা দাবি, এই গোষ্ঠীর সদস্যপদ পাওয়ার কাছাকাছি চলে এসেছে ভারত। তাঁর কথায়, ‘‘আগে লোকে বলত এনএসজি-র সদস্যপদ কখনও কি পাবে ভারত? আর আজ সকলে বলছে, কবে সদস্যপদ পাচ্ছে ভারত? এই বদলটাই আমাদের কূটনৈতিক সাফল্য।’’