‘টু প্লাস টু’ আলোচনা

মার্কিন বিদেশ দফতর আজ এ কথা ঘোষণা করেছে। এর আগে একাধিক বার বাতিল হয়ে গিয়েছে এই বৈঠক।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন ও নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ০৪:৫৩
Share:

ফাইল চিত্র।

আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে প্রথম ভারত-মার্কিন ‘টু প্লাস টু’ আলোচনা হতে চলেছে। মার্কিন বিদেশ দফতর আজ এ কথা ঘোষণা করেছে। এর আগে একাধিক বার বাতিল হয়ে গিয়েছে এই বৈঠক।

Advertisement

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হওয়ার পরে ঠিক হয়, দু’দেশের মধ্যে ‘টু প্লাস টু’ আলোচনা হবে। অগস্টে তার ঘোষণা হয়। দিন স্থির হয় একাধিক বার। কিন্তু বারবারই বাতিল হয়ে যায়। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হেদার নওয়ার্ট আজ এক বিবৃতিতে ‘টু প্লাস টু’ আলোচনার স্থান-কাল-পাত্র ঘোষণা করেন।

বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো এবং প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস। নওয়ার্ট বলেন, ‘‘দু’দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা বিষয়ে একে অপরকে কী ভাবে সহযোগিতা করা যায়, কথা হবে তা নিয়ে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement