International News

আচ্ছে দিন! দেশে ১৮ জন বিলিয়নেয়ার বাড়ল এক বছরে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? ফোর্বস জানিয়েছে, তিনি অ্যামাজনের সিইও জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমান অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলার।

Advertisement

সংবাদ সংস্থা

সান ফ্রান্সসিসকো শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ২০:০৫
Share:

মুকেশ অম্বানী। ফাইল চিত্র।

বিখ্যাত মার্কিন সাময়িকপত্র ফোর্বস ধনকুবেরদের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গেল, গত এক বছরে এ দেশে বিলিয়নেয়ার বা শতকোটিপতির সংখ্যা বেড়েছে। ফোর্বসের নয়া এই তালিকা জানাচ্ছে, দেশের বিলিয়নেয়ার-ক্লাবে ঢুকে পড়ছেন আরও ১৮ জন।

Advertisement

ফোর্বসের হিসাব অনুযায়ী, ধনকুবেরের সংখ্যায় ভারতের স্থান এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে। তালিকার সবচেয়ে উপরে রয়েছে আমেরিকা। সে দেশে বিলিয়নেয়ারের সংখ্যা ৫৮৫ জন। ৩৭৩ জন ধনকুবেরকে নিয়ে চিন রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ১১৯। এ বারের তালিকাতেও এক নম্বরে রয়েছেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ অম্বানী।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? ফোর্বস জানিয়েছে, তিনি অ্যামাজনের সিইও জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমান অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলার।

Advertisement

আরও পড়ুন:

অজানা বিষে অসুস্থ ব্রিটেনের রুশ চর

বৌদ্ধ-মুসলিম সংঘর্ষ, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

আর মুকেশ অম্বানী? তাঁর মোট সম্পদের পরিমান প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি। ফোর্বসের তালিকা অনুযায়ী, ভারতের বিলিয়নেয়াদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন আজিম হাসান প্রেমজি। এর পরেই রয়েছেন লক্ষ্মী মিত্তল। ধনকুবেরদের তালিকায় আলো করে রয়েছে আরও এক ভারতীয়ের নাম। তিনি পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণ। তাঁর সম্পত্তি প্রায় ৬০০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

সোশ্যাল মিডিয়ায় এই তালিকা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এক ভারতের মধ্যে আসলে দুটো দেশ রয়েছে। এই তালিকা সেটাই প্রমাণ করে। কেউ কেউ আবার পরিসংখ্যান দিয়ে লিখেছেন, দেশের এক চতুর্থাংশ শিশু অপুষ্টির শিকার। ২০ কোটি মানুষ ক্ষুধার্ত। সেখানে একই ভারতে একদল ধনকুবেরের ব্যাঙ্ক ব্যালেন্স দেখে চোখ কপালে উঠে যাবে সাক্ষাৎ কুবেরেরও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement