সামরিক খাতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করে কোন কোন দেশ জানেন? প্রতিরক্ষা বাজেটে অর্থ বরাদ্দের নিরিখে এই প্রথম ব্রিটেনকে পিছনে ফেলে প্রথম পাঁচে এগিয়ে এসেছে ভারত। এর আগে কোন কোন দেশ রয়েছে জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
বিশ্বের কোন দেশ সামরিক খাতে কত অর্থ বরাদ্দ করে, তা নিয়ে প্রতি বছরই সমীক্ষা চালায় ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ (আইআইএসএস)। আইআইএসএস-এর ‘মিলিটারি ব্যালেন্স ২০১৮’-র রিপোর্টে দেখা গিয়েছে ২০১৭ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দের ভিত্তিতে প্রথম পাঁচটি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত। ২০১৬ সালে ভারত ছিল ষষ্ঠ স্থানে।
২০১৭ সালের রিপোর্ট বলছে, ভারতে সামরিক খাতে অর্থ বরাদ্দের পরিমাণ ৫,২৫০ কোটি ডলার (৩,৩৬,২৩৬ কোটি টাকা)। ২০১৬ সালে সেই বরাদ্দ ছিল ৫,১১০ কোটি ডলার (৩,২৭,৩২১ কোটি টাকা)।
প্রতিরক্ষায় বরাদ্দের ভিত্তিতে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বে পঞ্চম স্থানে ছিল ব্রিটেন। সেই দেশে বরাদ্দের পরিমাণ ছিল ৫,২৫০ কোটি ডলার (৩,৩৬,২৩৬ কোটি টাকা)। কিন্তু ২০১৭ সালে সেটা কমে দাঁড়ায় ৫,০৭০ কোটি ডলারে (৩,২৪,৭৫৮ কোটি টাকা)।
‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর দক্ষিণ এশিয়া বিভাগের এক পদস্থ কর্তা রাহুল রায়চৌধুরী বলেছেন, ‘‘২০১৭ সালের পর ভারত ও ব্রিটেনের সামরিক খাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসে। অস্ত্র এবং সামরিক শক্তি বাড়াতে ব্রিটেনের থেকে অনেক বেশি অর্থ বরাদ্দ করে ভারত।’’
সামরিক খাতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার অর্থ বরাদ্দের পরিমাণ ৬০,২৮০ কোটি ডলার (৩৮,৬১,২৩৫ কোটি টাকা)।
২০১৬-’১৭-য় সামরিক খাতে প্রায় ২৫ গুণ অর্থ বরাদ্দ বাড়িয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে উছে এসেছে চিন। প্রতিরক্ষা খাতে চিনের বরাদ্দ ১৫,০৫০ কোটি ডলার (৯,৬৪,০২৭ কোটি টাকা)।
প্রতিরক্ষা বাজেটে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। বাজেটে বরাদ্দের পরিমাণ ৭,৬৭০ কোটি ডলার (৪,৯১,৩০১ কোটি টাকা)।
আইআইএসএস-এর রিপোর্টের ভিত্তিতে প্রতিরক্ষা বাজেটে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। সামরিক খাতে রাশিয়ার বরাদ্দ ৬,১২০ কোটি ডলার (৩,৯২,০১৬ কোটি টাকা)।