National News

‘ঐতিহাসিক অব্যবস্থায় দেশ’, রাজ্যসভায় মোদী বিদ্ধ মনমোহন বাণে

বিরোধীদের তীব্র বিক্ষোভের মুখে অবশেষে রাজ্যসভায় হাজির হতেই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সংসদের উচ্চকক্ষেই হাজির হয়েই প্রধানমন্ত্রীকে শুনতে হল, ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে যে প্রক্রিয়ায় তা একটি ‘‘ঐতিহাসিক অব্যবস্থা’’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৩:৫০
Share:

—ফাইল চিত্র।

বিরোধীদের তীব্র বিক্ষোভের মুখে অবশেষে রাজ্যসভায় হাজির হতেই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সংসদের উচ্চকক্ষেই হাজির হয়েই প্রধানমন্ত্রীকে শুনতে হল, ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে যে প্রক্রিয়ায় তা একটি ‘‘ঐতিহাসিক অব্যবস্থা’’। যে কেউ নয়, রাজ্যসভায় বিতর্কের সূত্রপাত করে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন মোদীর পূর্বসূরি তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের ভাবমূর্তি ধুলিসাৎ হয়েছে এই ‘অব্যবস্থা’র জেরে, বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement

রাজ্যসভায় মনমোহন এ দিন বলেছেন, ‘‘যে লক্ষ্যে নোট বাতিল করা হয়েছে, তার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু এই পরিস্থিতির মোকাবিলায় যে ব্যবস্থাপনার চূড়ান্ত অভাব দেখা যাচ্ছে, তা নিয়ে গোটা দেশে কোনও দ্বিমত নেই।’’ দু’বছর আগে এই মনমোহন সিংহের সরকারের বিরুদ্ধেই বিপুল জনমত তৈরি করে ক্ষমতায় এসেছিলেন মোদী। বৃহস্পতিবার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের উচ্চকিত সমর্থন সঙ্গে নিয়ে সেই মনমোহন সিংহই নরেন্দ্র মোদীর সরকারকে চরম অপদার্থতার অভিযোগে অভিযুক্ত করলেন।

মনমোহন সিংহ অবশ্য নরেন্দ্র মোদীর সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেননি। এই সিদ্ধান্ত ভালর জন্যই, প্রকারান্তরে স্বীকার করেছেন মনমোহন। কিন্তু যে সব ব্যবস্থা নিলে এই সিদ্ধান্তের সফল রূপায়ণ হতে পারত, সে ধরনের কোনও পদক্ষেপ মোদী সরকার করতে পারেনি বলে প্রাক্তন প্রধানমন্ত্রীর ইঙ্গিত। নোট বাতিলের চূড়ান্ত ফলাফলে দেশের অর্থনীতির লাভ হবে না ক্ষতি, তা এখনই আঁচ করা সম্ভব নয় বলে মনমোহন সিংহ জানিয়েছেন। কিন্তু অভিজ্ঞ এই অর্থনীতিবিদ মনে করছেন, পরিস্থিতি মোকাবিলার উপযুক্ত কৌশল তৈরি না রেখে যে ভাবে ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হল, তাতে দেশের কৃষি এবং অর্থনীতির বৃদ্ধি মারাত্মক ধাক্কা খেতে চলেছে।

Advertisement

আরও পড়ুন: নোটের আকালে হাতে হাত, রাহুলের সঙ্গে সারিতে সব বিরোধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছ থেকে ৫০ দিন সময় চেয়েছেন। নোট বাতিলের তারিখ থেকে ঠিক ৫০ দিন পর দেশের অর্থনীতির ছবিটা অন্য রকম হবে, স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী। ছবিটা সত্যিই অন্য রকম হবে কি না, তা এখনই আঁচ করা কঠিন বলে এ দিন ইঙ্গিত দেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার পর বলেন, ‘‘প্রধানমন্ত্রী ৫০ দিন অপেক্ষা করতে বলেছেন, সময়টা খুব একটা দীর্ঘ নয়। কিন্তু গরিব এবং বঞ্চিত মানুষের পক্ষে এই ৫০ দিনই কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement