pakistah

কাশ্মীরে ফের সাফল্য সেনার, গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

শান্তির বার্তায় মাঝে ফেপ ঝরল রক্ত

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৯:২২
Share:

উপত্যকায় ফের শুরু গুলির লড়াই।

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে। কূটনৈতিক যুদ্ধে জিতে দেশে ফেরানো হচ্ছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান কে। এর মধ্যেই ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এক নিরাপত্তারক্ষীদের সঙ্গে হান্দওয়াড়াতেও গুলির লড়াইয়ের খবর এসেছে।

Advertisement

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯টা থেকেই হান্দওয়াড়ার বাবাগন্দ গ্রামে রুটিন তল্লাশি চলছিল। সেনাবাহিনী, সিআরপিএফ ও বিশেষ বাহিনী ‘কর্ডন-সার্চ’ অভিযান শুরু করেছিল উত্তর কাশ্মীরের এই এলাকায়।

জঙ্গিরা কাছাকাছিই আত্মগোপন করে রয়েছে এমনটাই খবর ছিল তাদের কাছে।

Advertisement

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে এই তথ্য জানতেন?

পুলিশ সূত্রে খবর, যৌথবাহিনী এলাকায় অতিরিক্ত আলোর ব্যবস্থা করেছিল, যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পারে। সেই সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। রাত ১টা নাগাদ শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। এক পুলিশ অফিসার জানান, ‘‘কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ওই দু’জন, এখনও পর্যন্ত তা জানা যায়নি।’’

আরও পড়ুন: মিগ থেকে সুখোই সব বিমান ওড়ানোতেই দক্ষ অভিনন্দন​

তল্লাশি অভিযান জারি রয়েছে ওই এলাকায়। এরই মাঝে কাশ্মীরের অন্য একটি এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ছুটে আসে গুলি। বারামুলা জেলার উরি সেক্টরে কামালকোটের গ্রামে পাক সেনাবাহিনী গুলি বর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এক ব্যক্তি পাক গোলার আঘাতে গুরুতর আহন হন, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা।

আরও পড়ুন: কী ভাবে চলে জইশ নেটওয়ার্ক? কোথা থেকে আসে টাকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement