২০২৭ সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ। ফাইল চিত্র
প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার দিকে আরও এক কদম এগলো দেশ। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পাঠানো ন’টি নামের তালিকায় কেন্দ্রের সম্মতির পর এ বার সিলমোহর পড়ল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কলেজিয়ামের পাঠানো নামের তালিকায় ৩ জন মহিলা বিচারপতির নাম রয়েছে। আগামী ৩১ অগস্ট শপথ নিতে পারেন বিচারপতিরা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রামানার নেতৃত্বাধীন কলেজিয়াম যে ন’টি নাম সুপারিশ করেছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্নাটক হাই কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। সব কিছু ঠিকঠাক চললে ২০২৭ সালে তিনিই হতে পারেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়ামে অন্য বিচারপতিরা হলেন বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এল নাগেশ্বর। কলেজিয়ামের তৈরি করা তালিকায় নাম রয়েছেন কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এ এস ওকা, গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জে কে মাহেশ্বরী, তেলঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলী, বিচারপতি নাগরত্না, কেরল হাই কোর্টের বিচারপতি সি টি রবিকুমার, মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ, গুজরাত হাই কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পি এস নরসিংহ।
এই প্রথম কলেজিয়ামের তৈরি তালিকায় তিন জন মহিলা বিচারপতির নাম রয়েছে। সবচেয়ে তাত্পর্যপূর্ণ হল, আগামী দিনে এই তালিকা থেকেই প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ।