Defence Ministry

প্রতিরক্ষায় আমদানিতে আরও কাটছাঁট

প্রথম ধাপে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৬:১১
Share:

—ফাইল চিত্র

প্রথম ধাপে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এ বার দ্বিতীয় দফায় আরেকটি তালিকা খুব দ্রুত প্রকাশ করা হবে বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব (প্রতিরক্ষা উৎপাদন) রাজ কুমার। তিনি আজ বণিকসভা ফিকির প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত একটি আলোচনাসভায় জানান, বিদেশ থেকে আমদানি করা হবে না, এমন প্রতিরক্ষা সরঞ্জামের একটি দ্বিতীয় তালিকা সরকার খুব দ্রুত প্রকাশ করতে চলেছে। আত্মনির্ভর ভারত হওয়ার লক্ষ্যে ধাপে ধাপে বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আনার প্রশ্নে নিষেধাজ্ঞা জারি করা হবে।

Advertisement

আজ বণিকসভা ফিকির পরিচালনায় আর্মি মেক প্রজেক্টস-২০২০ সম্মেলনে নিজের বক্তব্যে সচিব রাজ কুমার ভারতীয় সংস্থাগুলিকে প্রতিরক্ষা সরঞ্জাম বানানোর প্রশ্নে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ইতিমধ্যেই ১০১টি সরঞ্জামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় একটি নিষেধাজ্ঞার তালিকাও খুব দ্রুত প্রকাশ করতে চলছে সরকার। সরকার চায়, ভারতীয় সংস্থাগুলি যেন সেগুলি নির্মাণে এগিয়ে আসে। ভারত যাতে আগামী দিনে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির প্রশ্নে শীর্ষে পৌঁছতে পারে, তাই ওই লক্ষ্য নেওয়া হয়েছে। এই কাজে স্টার্ট আপ ও ছোট সংস্থাগুলি যাতে এগিয়ে আসে, সে জন্য অনুরোধ করা হয়।

অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বিশ্বে অনেক দিন ধরেই প্রথম সারিতে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মতে, যে ধরনের পণ্যে নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবা হয়েছে, গত পাঁচ বছরে সেগুলির আমদানির পিছনে খরচ হয়েছে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা। বিদেশি নির্ভরতা কমাতে বিভিন্ন ধরনের রাইফেল, ক্ষেপণাস্ত্র, কামান, যুদ্ধে ব্যবহারের হাল্কা হেলিকপ্টার থেকে ভারী পণ্যবাহী বিমান আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। অনেকের মতে, এ দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হলে আমদানি-নির্ভরতা কমবে। বাঁচবে বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা। কিন্তু অনেকের আশঙ্কা, দেশীয় নির্ভরতা বাড়াতে গিয়ে গুণমানের সঙ্গে আপস করা হবে না তো? সেই আশঙ্কা উড়িয়ে আলোচনায় উপস্থিত লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি বলেন, গত কয়েক বছরে ভারতীয় প্রতিরক্ষা শিল্প নিজেকে অনেকটাই পাল্টে ফেলতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারতের যা সামর্থ্য রয়েছে, তাতে এ দেশ গ্লোবাল হাবে পরিণত হতে সক্ষম। ভারতীয় সংস্থায় ভারতবাসীর হাতে তৈরি যুদ্ধাস্ত্রের মাধ্যমে যুদ্ধে জেতা সব সময়েই ভারতীয় সেনার কাছে গর্বের বিষয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement