ভারতের আকাশে পত পত করে উড়ছে। আর তাতেই ঘুম ছুটেছে পাকিস্তানের। এত্ত বড় পতাকা! গুপ্তচর নয় তো!
লম্বায় প্রায় ৩৬০ ফুট। এতটাই উঁচু যে ২৭ কিলোমিটার দূরের লাহৌরের বাসিন্দারাও বাড়ির ছাদ থেকে ভারতীয় ওই পতাকাটি দেখতে পাবেন। আর এতেই চিন্তা বেড়েছে প্রতিবেশী দেশের। তাদের আশঙ্কা, সীমান্তে অত্ত বড় পতাকা উড়িয়ে ভারত চরবৃত্তির চেষ্টা করছে না তো! হয়তো পতাকার ভিতরে ক্যামেরা বা অত্যাধুনিক যন্ত্র বসামো রয়েছে। এই আশঙ্কাই করছে পাকিস্তান।
তবে, এত বড় পতাকা কেনে আটারি সীমান্তে ওড়ানো হচ্ছে? এ ব্যাপারে মুখ খোলেনি ভারতীয় সেনা। রবিবারই আটারি সীমান্তে উচ্চতম ওই তেরঙা পতাকা উড়িয়েছে ভারত। কী ভাবে ওড়ানো হয়েছে? প্রায় ৩৬০ ফুট উঁচু একটি লোহার দণ্ড। তার উপর পত পত করে উড়ছে ১২০ ফুট লম্বা পতাকা। যা চওড়ায় প্রায় ৮০ ফুট৷ লোহার দণ্ডটারই ওজন প্রায় ৫৫ টন৷ এই পতাকাটি তৈরি করতে সাড়ে ৩ কোটি টাকা খরচ করেছে পঞ্জাব সরকার।
বিএসএফের টুইটার পেজে এই ছবিই পোস্ট করা হয়েছে।
এত দিন দেশের সর্বোচ্চ পতাকাটি উড়ত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীতে৷ ২৯৩ ফুট উঁচু ওই তেরঙ্গাটি এখন উচ্চতার দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গেল৷ নয়া উচ্চতম পতাকা দেখতে আটারি-ওয়াঘা সীমান্তে পর্যটকরা ভিড় করবেন৷
আরও পড়ুন: ৩০ বছর কাজের শেষে অবসরে আইএনএস বিরাট, মুম্বইয়ে ঘোষণা আজ
তবে পাকিস্তান ভারতের এই দীর্ঘতম পতাকা ওড়ানোয় মোটেই খুশি নয়। আন্তর্জাতিক সীমান্ত বরাবর এত উঁচু পতাকা ওড়ানোয় আপত্তি তুলেছে তারা। বিএসএফকে ইতিমধ্যেই তাদের উদ্বেগের কথা জানিয়েছে পাক রেঞ্জার্স বাহিনী। আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হচ্ছে এই দাবি তুলে পতাকা সীমান্ত থেকে সরিয়ে অন্যত্র ওড়ানোর দাবি জানিয়েছে তারা।
যদিও নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ২০০ মিটার দূরে ভারতীয় ভূখণ্ডে এই পতাকা উড়ছে। এতে কোনও ভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে না৷ পতাকাটি উত্তোলন করে পঞ্জাব সরকারের মন্ত্রী অনিল জোশী বলেছেন, “দেশের মাটিতে তেরঙ্গা ওড়াতে আমাদের কেউ আটকাতে পারবে না৷”